নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালী রোদ সোনালী রোদ
অন্তিম আলো ফুরিয়ে
অস্ত রথে চলে দূর দেশে
ভোরের আভায় ওঠে শান্ত সকাল।
সোনালী রোদ বাশঝাড় মোহনায়
দূর মাঠের শেষে বিদায়ের ক্ষণে
গোধূলীর নাম করে সন্ধ্যা হয়ে
চলে যায় সোনালী বিকেল।
সোনালী রোদ সোনালী রোদ
বধূর পা ছুঁয়ে পশ্চিম গগনে
রাত্রির সাক্ষাতে নিভে আসে
ম্লান সন্ধ্যালোকে রূপালি সায়ংকাল।
২| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতোন করে কবিতা লিখতে পারতাম!!
৩| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: দারুন কবিতা
৪| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
কবিতা পড়ছি, ভিটামিন ডি বাড়ছে