নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাইলের শেষে কুয়াশার পরশ প্রাপ্ত ঘাস,
সূর্য রাঙ্গায়,গরুতে খায়,আমি মাড়িয়ে হেটে চলি ওপারের খোঁজে,
খানিকটা উপরে উঠলে জারুলের ছায়ায় মাছেরা সাঁতার কাটে
একটা মাকড়সা বাসায় ঝিম মেরে থাকে
কাক ডাকে,শালিকের দল উড়ে যায়,দোয়েল পোকা ধরে,
সম্ভবত এটা দুপুর
সূর্য আবার পড়ে যাবে পশ্চিমে
হিম হিম শীত মিইয়ে যাওয়া রোদের পরে
গ্রীষ্মের দুপুরে গাল দেয়ার পরে
শীতের দুপুরে,সূর্যকে বলি ভালবাসি
নির্লজ্জ বেহায়া আমি।
১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৮
অধীতি বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫২
নেওয়াজ আলি বলেছেন: অনন্য উপস্থাপন।
১২ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৫
অধীতি বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: এটাই বোধহয় হয় আমাদের স্বভাব।এক দুপুরকে গালি দিয়ে আরেক দুপুরকে বলি,ভালোবাসি। শুধুমাত্র সায়াহ্নে গিয়ে উপলব্ধি নয়, জীবনের প্রতিটি ক্ষণ হয়ে উঠুক উপভোগ। কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা সুপ্রিয় কবি বরকে।
২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০
অধীতি বলেছেন: ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।