নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

এফ এম রেডিওর সেই গান গুলো

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭

সময়টা ২০০৯ সন।তখন সপ্তম শ্রেণীতে পড়ি। ঝালকাঠি সদরে বাসা। বাসার পাশে বাসস্ট্যান্ড।মাদ্রাসায় যাবার সময় বড় একটা চৌম্বক দড়িতে বেধে টেনে নিয়ে যেতাম স্টান্ড এর ভেতর যেদিকে গাড়ি সারায় ওদিক থেকে। লোহা যা পেতাম জমিয়ে বিক্রি করতাম।আর বিকেলে ক্রিকেট খেলে তার খুঁজতাম। তামার দাম তখন বেশি ছিলো। এরকম করে আর বাবার পকেটে হামলা চালিয়ে দিন চলত। প্রায়ই শহরে যেতাম সাইকেল নিয়ে ঘুরতে। সিনেমা হলের গলিতে ছিলো সারি সারি মোবাইলের দোকান। বিশ টাকা দিয়ে ১ জিবি মেমোরিতে গান ছবি ভরতে যেতাম। কখনো যেতাম সিডি আনতে। হঠাৎ একদিন নজরে পড়লো সুন্দর ডিজাইনের প্লাস্টিকের মোবাইল। প্রথমে ভাবছিলাম বাটন টিপলে ট্যাও ট্যাও করে ঐ মোবাইল। পরে দোকানদার বলেছিলো ওটা রেডিও। তখন বাড়িতে বড় বড় ক্যাসেট ছিলো।যেটার ভেতর ক্যাসেট প্লেয়ার ঢুকিয়ে চালাতে হত। মাঝে মাঝে ক্যাসেটের ফিতা পেঁচিয়ে গেলে ক্যার ক্যার শব্দ আসত। সেই ক্যাসেট দিয়েই রোজার মাসে ইফতারির সময়ে রেডিও শুনতাম।প্রতিদিন রাতের খবর শুনতো আব্বু। এর বেশি রেডিও সম্পর্কে ধারণা ছিলো না। দোকানদার বল্ল এফ এম রেডিও। দাম জিজ্ঞেস করলে বলেছিলো ১৫০,২৫০ ও ৩০০ টাকার আছে। ১৫০ টাকা দিয়ে নিয়ে আসছিলাম। রাতে ঘুমুতে যাবার সময় সাথে পাওয়া ইয়ারফোন দিয়ে নিঃশব্দে চালু করলাম। তারপর চ্যানেল ঘুরাতে ঘুরাতে কানে বেজে উঠলো নিটোল পায়ে রিমিকিঝিমিকি, রেডিও ফূর্তি ৮৮.০। সেই থেকে এফ এম যুগের সাথে পরিচয়।এরপর প্রাই আব্বুর হাতে ধরা পড়ার পরে ভেঙে ফেলত।আবার টাকা জমিয়ে কিনে আনতাম।সেই সময় থেকে ২০১৫ পর্যন্ত রেডিওতে শোনা গানগুলো
★নিটোল পায়ে রিমিকিঝিমিকি - ফুয়াদ
★তুমিহীনা দুপুরে - ফুয়াদ ফিচারিং সিমিন
★ আমার সাথে চল - ফুয়াদ
★ গাইবো না আর কোন গান - ফুয়াদ ফিচারিং সুমন এবং অনিলা
★ স্বপ্নগুলো তোমার মত - ফুয়াদ ফিচারিং সুমন ফিচারিং অনিলা
★দ্বীপ নেভার আগে- ফুয়াদ
★মন ভালো নেই - ফুয়াদ
★ ভালবাসি - তপু
★বন্ধু - তপু
★ মেয়ে - তপু
★ একটা গোপন কথা - তপু
★টিপ টিপ বৃষ্টি - ডি রকস্টার শুভ
★আকাশ - ফুয়াদ ফিচারিং ডি রকস্টার শুভ
★যা বৃষ্টি - ডি রকস্টার শুভ ও টুম্পা
★এখনো আমি - সুমন অনিলা
★ চাইতেই পারো - অর্থহীন সুমন
আরো কত গান।
সব মনে নেই।আপনার মনে থাকলে বলে যান।সংগ্রহ করবো। সেই স্মৃতিময় সময়ের গানগুলো আজও অমর হয়ে আছে।আর নব্বইয়ের দশকে যাদের উঠতি বয়স তারাতো আইয়ুব বাচ্চু, জেমস,সহ সোনালী জগত পেয়েছে। আমরা ২০০৮ থেকে গানের আরেকটা জগৎ পেয়েছি তপু,অনিলা,সুমন,শুভ, জয় শাহরিয়ারদের গানগুলো। ব্যান্ডের গানের তো অভাব নাই।তাহসান, মিনারের গানও বিশেষ করে মিনারের সাদা গানটা। আপনার স্মৃতিতে থাকা বাংলা এই প্রজন্মের গানগুলো বলে যান।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

আমি সাজিদ বলেছেন: ২০০৯ এ আমি ঢাকায়। কলেজে উঠেছি মাত্র। আপনার মতো প্লাস্টিক ডিজাইন মোবাইলের মতোন এফ এম রেডিও আমিও কিনি তখন। বাসা ছেড়ে প্রথম বার বাইরে আসাতে যখনই মন খারাপ হতো এফএম শুনতে বসতাম। তখন রাফা অর্থহীনে ছিল। কাঁদবে বিস্ময়ে গানটা রেডিওতে দিতো বারবার। সে গান আমাকে অনুপ্রেরণা জাগাতো, নতুন আলো ঝলমলে সকালের। এখনও এই গানটা অনুপ্রেরণা জাগায়।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

অধীতি বলেছেন: রাফা এখন বস লেভেলের।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

রোকনুজ্জামান খান বলেছেন: গান গুলো চমৎকার ছিল। আমি এখন ইউটিউব এ প্রায়ই শুনি।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

অধীতি বলেছেন: বিশেষ করে ফুয়াদের গান গুলো।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু কিছু গান বারবার শুনতে মন চায়। কিছু গান এর আবেদন চিরকালীণ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

অধীতি বলেছেন: হ্যাঁ। এখনো নস্টালজিক হয়ে যাই।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪

পদ্মপুকুর বলেছেন: রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে হেটে আসা বহুদূর.... তাহসান/মিথিলা

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

অধীতি বলেছেন: তখনতো তাঁরা বাংলাদেশের প্রেমিক আইডল ছিল।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

এম এ হানিফ বলেছেন:



মনে পড়ে সে দিনের স্মৃতি ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

অধীতি বলেছেন: আহা,সেই দিনগুলো।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনারা অনেক সুযোগ পেয়েছিলেন জীবনে

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৬

অধীতি বলেছেন: হুম।শৈশব কৈশর দারুণ উপভোগ করেছি।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঝালকাঠি থেকে কীর্তিপাশা কত দুর।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৫

অধীতি বলেছেন: কীর্তিপাশা ঝালকাঠিতেই, সদর থেকে অটো রিকশায় গেলে ২০-২৫ টাকা লাগে।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: আপনি তো বয়সে আমার থেকে অনেক ছোট!!!

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

অধীতি বলেছেন: অনেক অনেক।তা এখন থেকে কি কাকা ডাকবো নাকি :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.