নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে হচ্ছিল
না থাক সে কথা।
জানো?
আমার মনে হচ্ছিল,
কেবলি মনে হচ্ছিল,
কাশবন ফুঁড়ে উড়ছিল
সে আরাধ্য বিকেলের কথা।
আমার মনে হচ্ছিল,
কেবলি মনে হচ্ছিল,
তখনও শেষ বকের পাল
ফেরেনি নীড়ে।
কথাগুলো ভেসেছিল
সন্ধ্যার নির্জন আকাশে।
আমার কেবলি মনে হচ্ছে,
চাঁদের ঘোলাটে হবার সুযোগে
আমরা চুমু খেয়েছিলাম।
তুমি বলেছিলে,
বাংলার সুবোধ আকাশের নীচে
বেলাভূমে কিংবা পর্বতের চূড়োয়,
তুমি আমি আর আকাশ
মিশে থাকবো আদিম পোশাকে।
আমার কেবলি মনে হচ্ছিল
তুমি হারিয়ে যাবে খুব শীঘ্রই!
আদিম সুখে অপরিচিত পালংকে।
নবদ্বীপ বসাক লেন
২৫ চৈত্র ১৪২৭
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৮
অধীতি বলেছেন: খানিকটা। মাঝে মাঝে চাঁদ পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়।
২| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৭
স্প্যানকড বলেছেন: আমার নিশ্চিত মনে হচ্ছিল
এ ধরায় তোমার জন্য
জমে আছি বেশ !
ভালো হইছে চালাইয়া যান।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩০
অধীতি বলেছেন: আহা!
ধন্যবাদ।
৩| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: সংশয় কাটিয়ে উঠুন।
৪| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১:২০
স্প্যানকড বলেছেন: হাজার সিরাজ মরে
হাজার মুজিব মরে
হাজার তাহের মরে
বেঁচে থাকে চাটুকর
পা চাটা কুকুর
বেঁচে থাকে ঘুনপোকা
বেঁচে থাকে সাপ !
রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ।
স্বাগতম ! ভালো থাকবেন।
৫| ০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৮
শায়মা বলেছেন: তারপর কি মনে হওয়াটাই ঠিক হলো?
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ২:০১
অধীতি বলেছেন: হ্যাঁ। এটাই বাস্তবতা।
৬| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২৫
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।
১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩০
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৯
সাজিদ উল হক আবির বলেছেন: লক্ষ্মীবাজারের আকাশে আজকের ঘোলাচাঁদ কি এই ভাবের মূল উদ্গাতা?
ভালো লেগেছে কবিতা!