![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিস্তব্ধ সুনসান নিশীথে আধো চাঁদ
উর্বশী প্রেয়সীর মত লুকোচুরি খেলে মেঘের আড়ালে।
জানালার শার্সিতে নীরবে এসে
কোমল কপলে নিঃশব্দে উকি দেয়
সহস্র বছরের লটকানো যৌবন নিয়ে
ছড়িয়ে পড়ে বিছানায় যুবতীর কেশের মত।
স্বপ্ন দেখায়,নীল দিগন্তের প্রশান্তিরা ভীর করে।
মৃদু বাতাস,মেঘদল,পত্রপল্লবের ফাঁক দিয়ে নাকের ডগায় প্রেম নিক্ষেপ করে আমায়।
প্রেয়সী চাঁদ, শত যুবতীর কোল থেকে কোন যাদুর মন্ত্রে টেনে নেয় আমায়?
ছবিঃ- ঘরের সাথের নদী।
২৮ শে জুলাই, ২০২২ রাত ১:০৫
অধীতি বলেছেন: ধন্যবাদ।
২| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:১১
ফারহানা শারমিন বলেছেন: ছবিটা খুব সুন্দর!! কবিতাও সুন্দর!
২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৯
অধীতি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২২ রাত ১:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা।