![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি একটি হোটেলে গিয়ে যদি তৃপ্তি সহকারে খাবার খেতে পারেন, তাহলে পরবর্তীতে বন্ধুবান্ধব, পরিবার নিয়ে যাবেন। ওদের নতুন ধরনগুলোও চেখে দেখবেন। হাওয়া যে পরিমান জনপ্রিয়তা পেয়েছে সেটা অনবদ্য। তবে আগে দর্শকের একটা ভয় ছিল যে ট্রেইলারে ভলো দেখিয়ে ছবিতে প্রত্যাশা পূরণ করতে না পারা।যেটা কিছু বছর ধরে দর্শকদের হলে যেতে অনীহা যুগিয়েছে। এটা হাওয়া ছবির বেলায়ও হওয়ার সম্ভাবনা ছিল। তবে পরাণ যেভাবে মুগ্ধ করেছে, সেখান থেকে দর্শকের এই অনীহা কেটে গেছে। পরাণের সাফল্যের কারনে হাওয়া তুলামূলক আরো বেশি দর্শক পাবে বলে, যেটা পরাণ সাফল্য না পেলে হতো না। আবার হাওয়ার সাফল্যও নির্ভর করবে পরবর্তী সিনেমার দর্শক হলে টানতে। আমি এখানে জনপ্রিয়তা আর হলে যাওয়া দুটোকে ভিন্নভাবে দেখি।
বাংলা ছবির নতুন অগ্রযাত্রা অবিরত থাকুক।
২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৬
অধীতি বলেছেন: এটা দেখা উচিত। গেল কয়েক বছরে, কাঠবিড়ালি, গুণিন, স্বপ্নজাল, উনপঞ্চাশ বাতাস,পাপপুণ্য সহ আরো কিছু ব্যতিক্রমী গল্পের ছবি বের হয়েছে। ওটিটি প্লাটফর্মেও আছে। বেছে বেছে দেখলে ভাল লাগবে। মারিয়া রেহমান নূর, দেবী, আয়নাবাজি। মোটামুটি বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটা নীরব বিপ্লব ঘটে গেছে। তবে বাজেট স্বল্পতা আর প্রচারের অভাবে আমরা জানতে পারিনি।
২| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:৩৩
শেরজা তপন বলেছেন: আমার ধারনা 'হাওয়া' আসলেই অন্যরকম কিছু হবে।
ছবিটা দেখতে ফের সিনেমা হলে যাব মনে হচ্ছে।( সাদা কালো গানটা আড্ডার জন্য জোস)
২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫১
অধীতি বলেছেন: সাদাকালো যেমন দোলাবে, হাওয়া গান তেমন উড়াবে।
৩| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৯
নতুন বলেছেন: সিনেমা হলগুলি আধুনিক করতে হবে,
খাওয়াদাওয়ার ব্যবস্থা রাখতে হবে, বাচ্চাদের খেলার স্থান ও সাথে রাখা যেতে পারে যাতে।
আগের পুরানো দিনের সিনেমাহল গুলির পরিবেশের জন্যই অনেকে সিনেমা হলে যায় না।
আর এখনতো ঘরের সোফা বা বিছানাতে শুয়েই ছবি দেখা যায়। তাই হলের আধুনিকায়ন না হলে মানুষকে হলমুখী করা কস্টকর।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৩
অধীতি বলেছেন: হ্যাঁ। জেলা শহরের হল গুলো করুন।
৪| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: কথা অল্প, বক্তব্য গভীর। চমৎকার আলোচনা করেছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৬
অধীতি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২২ ভোর ৫:৪৮
ইমরোজ৭৫ বলেছেন: এখন আর আগের মত সিনেমা দেখা হয় না।