নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ন্যাতানো বিকেলে এসে দেখি
শহরে আর্দ্রতার ছড়াছড়ি
আবদ্ধ ঘরের মত দমবন্ধ অবস্থা
পেইন্টিং দেয়ালের মত থমকে আছে আকাশ
বিকট শব্দে চলা শকট
কানের ভেতর ভনভন
গুমোট পার্কে দৌড়ে চলছে মৃতরা
কুপের ব্যাঙের মত জ্ঞানের বড়াই
বদ্ধ জলাভূমির মাছের মত বেঁচে আছি।
বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া, সোনালু ফুল
অসময়ে বর্ষার ডাক শোনেনি কদম
মাতাল শিরশিরে হাওয়া নেই
শহরে প্রেম নেই
প্রেমিকার ঠোঁট নেই
বৃষ্টির মোহ নেই
তবু সারারাত এই জানালার কার্নিশ বেয়ে
বৃষ্টি তোমার কথা বলে
আমি স্মরণ করি তোমার আলিঙ্গন
শহরের রাত জুড়ে ঝুম ঝুম বৃষ্টি ফোঁটায়।
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৩
অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমিও চাচ্ছিলাম না দুইবার রাখতে অলসতায় পরিমার্জনও করা হয়নি। বানান ঠিক করে দিচ্ছি। কৃতজ্ঞতা ও শুভকামনা।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪
গেঁয়ো ভূত বলেছেন:
সুন্দর কবিতা!
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪
অধীতি বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৪
অপ্সরা বলেছেন: আহা সত্যিই শহরে কিছু নেই। মায়া মমতা নেই, ভালোবাসার প্রকৃতিরা নেই.... ভালোবাসার মানুষেরাও যান্ত্রিক.....
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫
অধীতি বলেছেন: আমরা কেমন যেন হয়ে যাচ্ছি অজান্তেই।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
আপনার কবিতা পড়ার পর মনে হলো অনেকদিন আমি কবিতা লিখি না। যদিও আমি কবিতা লিখতে পারি না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫
অধীতি বলেছেন: আপনার গদ্য ছন্দের কবিতাগুলো ভালই লাগে। লিখে ফেলুন।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ লাগলো |
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬
অধীতি বলেছেন: ধন্যবাদ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টির রাত মানেই অন্যরকম অনুভূতী
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৭
অধীতি বলেছেন: হ্যাঁ। বৃষ্টির রাতে ঘুম আসেনা জানালায় বসে থাকতে মন চায়।
৭| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৭
খায়রুল আহসান বলেছেন: শহরের এবং গ্রামের- উভয় এলাকার রাতের বৃষ্টির পৃথক সৌন্দর্য রয়েছে এবং আমার কাছে দুটোই ভালো লাগে। যদিও, আমার মনে দুটো পৃথক অনুভূতি ও আবেশের সৃষ্টি করে।
"গুমোট পার্কে দৌড়ে চলেছে মৃতরা" - অসাধারণ একটি অভিব্যক্তি!
কবিতার শেষের চারটে চরণ খুব সুন্দর হয়েছে।
কবিতায় দ্বিতীয় ভাললাগা। + +
০১ লা নভেম্বর, ২০২২ রাত ৯:১৩
অধীতি বলেছেন: কৃতজ্ঞতা। আপনি শুধু কবিতা পাঠই করেন না, অনুধাবনও করেন। আপনার বেলকনির একটা ছবি দেখছিলাম কোন এক লেখায়, ওখানে বসে বৃষ্টি আরো সুন্দর উপভোগ করা যাবে।
৮| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: আপনার বেলকনির একটা ছবি দেখছিলাম কোন এক লেখায়, ওখানে বসে বৃষ্টি আরো সুন্দর উপভোগ করা যাবে - জ্বী, বৃষ্টির দিনে ব্যালকনিতে বসে আমি বৃষ্টি পড়া দেখি, শীতের দিনে চাদর মুড়ি দিয়ে কুয়াশা ঘেরা গাছপালা, বাড়িঘর, পথে শুয়ে থাকা আড়ষ্ট কুকুর দেখি, পথিকের পথচলা দেখি, রোদ ওঠা দেখি।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তবু সারারাত এই জানালার কার্নিশ বেয়ে
বৃষ্টি তোমার কথা বলে
আমি স্মরণ করি তোমার আলিঙ্গন
শহরের রাত জুড়ে ঝুম ঝুম বৃষ্টি ফোঁটায়।
সুন্দর কবিতা। আদ্রতা< আর্দ্রতা
'আবদ্ধ' শব্দটা ২য় বার না এলে ভালো হতো।