নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

সূর্যোদয়ের অপেক্ষা করছি

১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৩

তোমাদের সামরিক বাহিনীকে বলে দাও
আমরা নিষ্ঠুরতাকে অতিক্রম করতে শিখেছি,
আমরা বিজয়কে আঁকড়ে ধরতে শিখেছি
ঐ শিশুটির জন্য যে সূর্যোদয়ের সাথে উদিত হয়
নির্মল বাতাসে ভেসে বেড়ায় এ-ঘর ও-ঘর
অস্ফুট স্বরে যে তার নির্মলতা প্রকাশ করে—
কয়েকটি ডাহুক যখন জলকেলি খেলে,
সন্ধ্যার বাতায়নে ছুটির ঘণ্টা পড়ে সূর্যের
সে তখন হামাগুড়ি দিয়ে নিকষ অন্ধকার নিয়ে,
ফিরে আসে মায়ের আঁচলে।


ছবিঃ প্রথম আলো

তোমাদের হর্তাকর্তাদের বলে দাও—
আমাদের পোড়া ঘর আবার বিগত রূপে ফিরেছে
সাথে যুক্ত হয়েছে উন্নত আসবাব
একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে কিছু ত্রান এসেছে—
মানবিক সংস্থা, কিছু সংবাদ পত্রের কর্মী
ফায়ারসার্ভিসের ক্লান্ত যোদ্ধারা এসেছে।
টিভি, পত্রিকায় আমরা আমাদের দেখেছি।
বহির্বিশ্ব থেকে রাষ্ট্রদূত এসেছে—
জারুল গাছের পাখিরা ফিরে এসেছে
শুধু
আমাদের মা ফিরে আসেনি
ফিরে আসেনি সেই শিশুটি!
আমরা আমাদের মায়ের জন্য অপেক্ষা করছি,
আমরা সূর্যোদয়ের অপেক্ষা করছি।

২১,পৌষ, ১৪২৯

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: দুটা কবিতাই অনেক সুন্দর হয়েছে।
প্রথম কবিতায় ডাহুক পাখির কথা বলেছেন। বেশ ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৯

অধীতি বলেছেন: কবিতা মূলত একটাই। ধন্যবাদ

২| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৯

অধীতি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:


মোটামুটি

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৯

অধীতি বলেছেন: জ্বি

৪| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই অপেক্ষা কত সময়ের জন্য ??

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১০

অধীতি বলেছেন: যতক্ষণ না আঁধার কাটে।

৫| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:২৪

বিষাদ সময় বলেছেন: কবিতার ভাল মন্দ বুঝার মত জ্ঞান আমার নাই, তবে পড়ে ভাল লাগলো।
আমিও অপেক্ষায় আছি.....

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১২:২২

অধীতি বলেছেন: ধন্যবাদ।

৬| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা মূলত একটাই। ধন্যবাদ

এখানে আপনার ভুল।
যাইহোক, ছবি উপরের দিকে দেবেন।

৭| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে। শিরোনামের সূর্যোদয় ঠিক করে নিন।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৬

অধীতি বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

অর্ক বলেছেন: সুন্দর লেখা।

২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৫

অধীতি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.