নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃত্রিম আলোর থেকে সরে এসেছি প্রিয়তমা
ফানুস উড়া রাতের সমুদ্রের কাছে এসেছি
নিরবতার কাছে এসেছি সমর্পিত হতে
সেই রাত্রির কাছে শুভ্র প্রভাতে।
বড্ড অকাল পড়েছে আজকাল
তোমার দেখা নাই, সমুদ্রে বাতাস নেই
শুধু ঢেউ গুলো আছড়ে পড়ছে ক্ষোভে
দিনরাতের প্রতিটি প্রহরে।
কৃত্রিম আলো থেকে দূরে আছি প্রিয়তমা
তোমার স্পর্শ পাঠাও
আমি সাগরকে শান্ত করি।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১২:১৫
অধীতি বলেছেন: বাহ! কিয়া বাত হে
২| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৯
সোনাগাজী বলেছেন:
কৃত্রিম আলো থেকে সরে যাওয়াই কি একমাত্র শর্ত ছিলো?
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১২:১৬
অধীতি বলেছেন: রাতের বেলায় অন্ধকার অথবা জোৎস্না ভালো। শর্ত দেয়ার কেউই নাই।
৩| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: বাহ! চমতকার প্রকাশ!!! +
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২২
অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ!
৪| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১১:২৬
জটিল ভাই বলেছেন:
সমুদ্র নিয়ে কবিতার ভাব সমুদ্রের মতোই গভীর আর বিশাল হয়েছে।
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২২
অধীতি বলেছেন: ভালোবাসা নিবেন ভাই।
৫| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, ভালো লাগলো।
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৩
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সহজ ও শ্রুতিমধুর।
ছবি উপরে দিবেন।
২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৮
অধীতি বলেছেন: জ্বি, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
রোদের শরীর ছুঁয়ে দেখো, অকৃত্রিম আলোয়
কে যায় উড়ে।
সাগর, তুমি শান্ত হও