নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

একটি নাটকীয় মৃত্যু

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৪২

প্রিজনের ভেতর একটা মধ্য রাত্রিতে যখন আমরা হাহুতাশ করি,
ভোররাতের দিকে আমাদের ডাক আসে।
নীরব বিরানভূমি পেরিয়ে প্রান্তে এসে জড়ো হয় সব
একে একে নামি বন্দী অবস্থায়।
মধ্য রাতের চাঁদ নেমে আসে পশ্চিমের কোনে
রক্তিম পূর্ণ চাঁদ জানান দেয় অমাবস্যার
ঠিক বন্দুকের সামনে জড়সড় হওয়া জীবনের মত
একটি শব্দ ও একটি জীবন সম্মিলিত হয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: কবিতাটা খুব ভালো লেগেছে।

৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:১৩

অধীতি বলেছেন: ধন্যবাদ, অনেক।

২| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আটপৌরে জীবনে নাগরিক যন্ত্রণাকে গায়ে নিয়ে যতটুকু মগ্নচৈতন্যে অবগাহন করে যা কিছু আবিষ্কার করা যায় তাই ফুঁটে উঠেছে কবিতাটাতে । অনবদ্য হয়েছে বন্ধুবর । আপনারও দেখছি রাত নিয়ে এক গভীর অনুভূতি রয়েছে !!

০৪ ঠা অক্টোবর, ২০২৩ রাত ৯:২১

অধীতি বলেছেন: রাত নিয়ে আমার অনেক অনুভূতি আছে। শ্মশান ঘাটে ভূত এফএম শোনা। জোৎস্না রাতে নদীর তীরে সারারাত বসে মাঝিদের গান। শুনেছি। কার্তিকের জোৎস্নায় নদীর ওপার থেকে ভেসে আসা বাঁশীর সুরে তন্ময় হয়ে রয়েছি। বাবার সাথে সারারাত নদীর তীরে মাছ ধরেছি। আকাশে উক্লাপাত দেখেছি। আরো সহস্র স্মৃতির পাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি না ঘুমানোর শহরে।

৩| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



শেরজার পোষ্টে আপনর মন্তব্য দেখলাম; যখন কারো সম্পর্কে কিছু লিখতে চান, প্রথমে নিজের অবস্হানটাকে খেয়ালে রাখবেন।

১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৬

অধীতি বলেছেন: আমার অবস্থান খুবই নাজুক। ফু দিলেই উড়ে যাবো।

৪| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ সোনাগাজী সাহেব দেখছি দিনকে দিন বাংলা সিনেমার চৌধুরি সাহেব হয়ে উঠছেন । আচ্ছা উনি নিজে যে ব্লগে বিশ্বনেতাদের নিয়ে বলেন তখন কী উনি নিজের অবস্থানটা খেয়াল করেন ?

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩১

অধীতি বলেছেন: ওনার নাক অনেক স্পর্শকাতর।

৫| ১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

মিরোরডডল বলেছেন:




লেখাটা ভালো লেগেছে।
অল্প কথায় অনুভুতির প্রকাশ।


১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ২:৪৩

অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.