নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ ভুলে বসে আছি
নাকি
ভুল পথে বসে আছি
জানা নেই উত্তর।
হেমন্তের সন্ধ্যাকে ভালবাসি;
অলস শীতনিদ্রা, পূর্বরাগের স্নিগ্ধতা
ছায়াপথের অসীম নক্ষত্রপুঞ্জ, ভরদুপুরের নিস্তব্ধতা।
শেষ রোদ্দুরের কোমল উত্তাপ ভালবাসি।
বিরল রাত্রিকে কাছে চাই;
অলীক প্রান্তর, গোধুলির কৈশোর
হরিণের ভয়, ভোরের পাখি
মাঘের কুয়াশা, কার্তিকের জোৎস্না।
শ্রাবনের ঝুম বৃষ্টি কাছে চাই।
আর যেন পাই
জানালার এপাশে দ্বিধাহীন সংশয়ে;
এলোকেশ উর্বশী দূরের আবছায়া তোমাকে।
ছবিঃ pinterest
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৬
অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল
আপা এই ছেলে দারুণ কবিতা লিখে কিন্তু পোস্ট করে কম । ও অনেক ট্যালেন্ট একটা ছেলে তবে প্রকাশ করে কম । ব্লগের পিচ্চিদের মধ্যে একজন সম্ভাবনাময় বুদ্ধিজীবী সে !!
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫
অধীতি বলেছেন: ভাই বুদ্ধি বেঁচে এক টাকাও পাইনি।
৩| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এলোকেশী উর্বশীকে কেন যেন দূর থেকেই ভালো লাগে কাছে আসলে যেন মিথ্যে হয়ে যাবে ফ্যাঁনোন ও শরিয়তী । দারুণ এক কবিতার জন্ম দিয়েছেন বন্ধুবর, বরাবর যেমন দিয়ে থাকেন !!
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৭
অধীতি বলেছেন: দরজার ওপারের ঘাস সবুজ এবং মনোরম। আপনাকে অনেক ধন্যবাদ। একদিন চা খেতে আসেন কাচ্চির ভাড়া দিয়ে।
৪| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২১
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: ভাই বুদ্ধি বেঁচে এক টাকাও পাইনি।
ওয়েল সেইড
৫| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৭
দি এমপেরর বলেছেন: ভালো লাগল আপনার কবিতা।
২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৬
অধীতি বলেছেন: ধন্যবাদ অনেক।
৬| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাই বুদ্ধি বেঁচে এক টাকাও পাইনি।
এত দ্রুত তো পাবেন না । সামনে পাবেন ইনশাআল্লাহ !!
৭| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একদিন চা খেতে আসেন কাচ্চির ভাড়া দিয়ে।
আসবো কোন একদিন ইনশাআল্লাহ !!
৮| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৩
অধীতি বলেছেন: ধন্যবাদ।
৯| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:১৯
স্প্যানকড বলেছেন: খুব ভালো হইছে। ভালো থাকবেন খুব।
২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৩
অধীতি বলেছেন: ধন্যবাদ, আপনিও ভাল থাকবেন।
১০| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৩৯
জনারণ্যে একজন বলেছেন: ভালো লিখেছেন, গভীরতা আছে লেখায়।
‘কৈশর' শব্দটা চোখে লেগেছে পড়তে যেয়ে। আর যতিচিহ্নের অনুপস্থিতি লক্ষণীয়।
২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪২
অধীতি বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
১১| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৯
শেরজা তপন বলেছেন: বুদ্ধি অনেক প্রকারের আছে; আপনি কোন ধরনের বুদ্ধিটা বিক্রি করে টাকা কামাতে চান?
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
অধীতি বলেছেন: কু’ বুদ্ধি। কারণ সৎ বুদ্ধি কেউ টাকায় নেয়না।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
মিরোরডডল বলেছেন:
কোমল স্নিগ্ধ কবিতাটি ভালো লেগেছে।
আর ছবিটা সেইরকম সুন্দর! পছন্দ হয়েছে।