নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

জঘন্যতম রেফারির বলি বাংলাদেশ

১১ ই জুন, ২০২৪ রাত ১২:২১

আজকে আম্পায়ার খেলছে মূল খেলা। গতকালকে পাকিস্তান লর্ডগিরি করে হারছে কিন্তু এই দিক থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। দুইটা ওয়াইড দেয়নি। রেফারি তিনটা আউট দিছে তাড়াহুড়ো করে। খেলার স্প্রিট ওখানেই শেষ মূলত। হৃদয়ের আউটটা হুট করে দিয়ে দেয়। আম্পায়ার ভাবেওনি একটুও। চার হবার আগেই আউট দেয়ায় বলটা ডেট বল হিসেবে গননা হয়। ফলে চার রান এবং দৌড়ে নেয়া এক রানও বাদ যায়। আইসিসির প্রতিটি আসরে বাংলাদেশ কেন জানি বারবার এই ধরনের জঘন্য সিদ্ধান্তের বলি হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২৪ রাত ১২:৩৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রতিটি খেলায় কেন বাংলাদেশ খেলে জিতে অথবা কোন অপশক্তি তাকে জোর করে হারায়? কেন?

২| ১১ ই জুন, ২০২৪ রাত ১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অসম্ভব বাজে আম্পায়ারিং হয়েছে।

৩| ১১ ই জুন, ২০২৪ ভোর ৬:০১

রিফাত হোসেন বলেছেন: বাংলাদেশ বোলিং ভাল করেছে। ব্যাটিং ভাল করেনি। হার্ড হিট ভাল শিখতে হবে।

৪| ১২ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

আমান হাসান বলেছেন: আইসিসি এখনো জাতে উঠতে পারেনি। যতোদিন তারা জাতে না উঠবে না ততোদিন এসব বন্ধ হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.