নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতকে ঘৃণা করার পেছনে কেউ যদি মনে করে ধর্ম একটা ফ্যাক্ট তাহলে সে বলদ। নেপালেও হিন্দু আছে আমাদের সাথে বর্ডার নেই কিংবা নেপাল আমাদের দেশের অভ্যন্তরীন বিষয় নিয়া মাথা ঘামায় না তাই আমরা কিছু বলি না। স্বৈরাচারী হাসিনা, অশিক্ষিত মোদি ক্ষমতায় থাকার জন্য নতুন করে আবার ধর্ম নিয়া টানাটানি শুরু করছে ফলে আবার একটা বিভাজনের দিকে আগাচ্ছি আমরা।
হাসিনা তার বাপের নাম দিয়া ক্ষমতায় আসার পরে তার বাপের নাম ভাঙ্গাইয়া বাঙ্গালিরে শোষণ করছে। এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমাদের বোকা বানাইছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরে জঙ্গি সম্পর্কে মানুষের মধ্যে আগের অনেক বিষয় মানসিক ভাবে পরিবর্তন হয়েছে ফলে হাসিনার জঙ্গি নাটকও পশ্চিমারা গিলে নায়। ভারত সংখ্যালঘুর তত্ত্ব দিয়া বাংলাদেশে তাদের প্রভাব খাটিয়ে গেছে আর হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তত্ত্ব দিয়া ক্ষমতা জিয়িয়ে রেখে যাকে তাকে রাজাকার ট্যাগ দিয়ে তার ভীতির রাজনীতি ও দূর্নীতি করে গেছে ফলে দেশ চাঙ্গে তুলে এখন তার আশ্রয়স্থলে বসে অপরাজনীতির আরেক অধ্যায় শুরু করেছে।
হাসিনা ক্ষমতা চ্যুত হওয়ায় ভারত দক্ষিণ এশিয়ায় তার প্রভুত্ব করার শেষ অঞ্চলটিও হারালো ফলে সে এখন তার সাত রাজ্য নিয়েও দুশ্চিন্তায় পড়ে গেছে। কারণ বাংলাদেশ নিজের মত আগালে তার উন্নতি আশেপাশের অঞ্চলগুলোর স্বাধীন হবার আকাঙ্খাকে তরান্বিত করবে। এবং ভারতকে তার সেভেন সিস্টার্স রক্ষা করতে হলে অবশ্যই বাংলাদেশের ভুমি প্রয়োজন পড়বে ফলে বাংলাদেশকে আর আগের মত নির্দ্বিধায় করতে পারবে না। বিভিন্ন চুক্তি করতে হবে যা অনেক ক্ষেত্রে ভারতের অস্বস্তির কারণ হবে। তিস্তা চুক্তি সহ আগের করা চুক্তিগুলো যদি নতুন সরকার পুনঃবিবেচনা করে সেক্ষেত্রেও ভারত তার অনেক সুবিধা হারাবে যা দিনশেষে ভারতের জন্যই গলার কাটা হবে। এছাড়াও বাংলাদেশের মাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার আধিপত্য খর্ব হবে।
বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ভারতের জন্য আরেকটা বিভীষিকা । বাংলাদেশ চাইলেই এখন চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়ার সাথে তার নিজস্বার্থের কল্যাণে চুক্তি করতে পারবে। যেটা এতদিন হাসিনা ভারত করতে দিত না। হাসিনা চেয়েছিল ভারতকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে বোঝাতে যে, শেখ মুজিব হত্যা কি জিনিস হাড়েহাড়ে টের পাবি এবং শেষ মুহুর্ত পর্যন্ত সে সেটাই বুঝিয়ে গেছে।
অধীতি
কাগজীটোলা, ০৭-ই ভাদ্র
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৪
অস্বাধীন মানুষ বলেছেন: ভালো লাগলো আপনার লেখা পড়ে। ভালো লাগলো আপনার লেখা পড়ে।
হাসিনার সাথে সাথে এই লোকটারো আন্তর্জাতিক আদালতে মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।