নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: পিন্টারেস্ট
প্রিয় সার্সি! আজ ভোরের আকাশ ধূসর হিমেল বাতাসে লুটিপুটি খাচ্ছে। মৃদু অস্বচ্ছ স্ফটিকের বাইরে কয়েকটি শহুরে সবুজ পাতার রঙ কেমন কচি লেবুর মত হয়ে আছে। ধূসর আকাশের কোন থেকে যতটুকো স্বচ্ছ আলো এসে পড়ছে তার অর্ধেকটাই কেড়ে নিচ্ছে এই পাতারা। বিষাদ আকাশে মেঘের দল বিনা বজ্রপাতেই কান্না করে দিলো? কত নিরবে নীচে এসে পলেস্তারার উপরে মিহি শব্দে আছড়ে পড়ছে। চার তলার উপর থেকে সেই শব্দ আমাকে বিমোহিত করে। এখানে ঘাসের কোলাজ নেই, ধূ ধূ তেপান্তরের মাঠ নেই, অনেক পাতায় ঘেরা নিকুঞ্জ নেই। তবুও বৃষ্টির তান কোমল রোমশ অনুভূতি দেয়। আমরা বলি কাটাশিরা দেয়। বজ্রপাত নেই, কলাপাতার নীচে কাটানো শৈশব নেই, কামিনীকে দেখার জন্য আকুল কৈশরও নেই। কেমন পড়ে থাকি পুরাণ ঢাকার জীর্ণ গলিতে। সার্সি, তোমাকে সরিয়ে দিলে মাতাল হাওয়া এসে এখানে আমাকে গভীর নেশায় বিমোহিত করবে। জানো আজ ভোরে সব নিরব, কেউ উঠে নি, ঘুমোচ্ছে ভোরের মৃদু হাওয়ায়। সপ্তাহের ক্লান্তি জুড়ে গভীর ঘুমে আচ্ছন্ন তারা। শহর কি এত নীরব হয়! শহরে কি নিস্তব্ধতা শোভা পায়!! বহুকাল আগে যে কিশোরীর অমলিন হাসি আজ বিলীন সেও কি ঘুমোচ্ছে? জীর্ণ ঘরে বসে একটা চুরোট ধরাই। তোমার সঙ্গে আলাপ জুড়ি, ওপাশের জানালায় উৎসুক বালিকাটিও ঘুমাচ্ছে। এমন নির্মল ভোর আহা! কতকাল আসে নি এ শহরে অথচ একমাস আগেও এখানে কর্কশ কোলাহল ছিল। ভোর হলেই চাঁদাবাজের দল নেমে পড়তো শ্যাম বাজারে। পরিবারের কর্তা তাড়াহুড়ো করে দৌড় পাড়তো অনিশ্চিত উপার্জনের দিকে। অথচ আজ কত নির্মল ভোর। ঢাকার আকাশে আজ ফ্যাসিবাদের ছায়া নেই। ঘুমন্ত শহরে সবাই কোমল স্বপ্নে বিভোর।
২| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
মিরোরডডল বলেছেন:
অথচ আজ কত নির্মল ভোর। ঢাকার আকাশে আজ ফ্যাসিবাদের ছায়া নেই। ঘুমন্ত শহরে সবাই কোমল স্বপ্নে বিভোর।
আই উইশ সকল স্বপ্ন পূরণ হোক। ভালো থাকুক সবাই।
অধীতি, পোষ্টের ছবি ও লেখা ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৫
জটিল ভাই বলেছেন:
জীর্ণ ঘরে বসে একটা চুরোট ধরাই।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ- ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!