নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় স্বদেশ বাংলাদেশ

১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৫

যে অশ্রু ঝড়ে গেছে, সে অশ্রু হয়ত আসবে না।
যে কষ্টে অশ্রু ঝড়েছে, তা বারেবারে ফিরে আসবে।
যে জীবন চলে গেছে, সে জীবন তেপান্তরের ওপারে বাঁধা।
যে ঘাসের শিশির মিয়িয়ে গেছে, ভোরেই আবার রাঙাবে।

যে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সে হয়ত অনুভব করবে না।
যে স্বাধীনতা চায়নি, সে হয়ত লজ্জায় বেশি মাতবে।
যে স্বাধীনতায় বিশ্বাস-ই করেনি, সে হয়ত উল্লাস করবে।
যে স্বাধীনতার জন্য ঝুঁকি নিয়েছিল, সে হয়ত স্মৃতিকাতর হবে।

স্বাধীনতা যার প্রাণ নিয়েছিল, সে শুয়ে থাকবে সবুজ গালিচার নীচে।
স্বাধীনতা যাকে বাঁচিয়ে দিয়েছিল, সে দুমুঠো অন্নের খোঁজে ঘুরবে দ্বারে দ্বারে।
স্বাধীনতা যাকে খলনায়ক বানিয়েছিল, সে হয়তো প্রধান অতিথি হবে।
স্বাধীনতা যার হাত থেকে মুক্তি পেয়েছিল সে হয়তো স্বাধীনতার দোহাই দিয়েই বেঁচে রবে।
স্বাধীনতা যার হাতে বিক্রি হয়ে গেছিল, তার মায়া কান্না আর শুনতে হবে না।

এটাই বোধয় স্বাধীনতা!

প্রিয় জন্মভুমি আমার!
সবুজাভ শ্যামলীমায় ঘেরা সহস্র বছরের উদ্যান
তোমাতে বেঁচে রই সকাল-সন্ধ্যা বেলা
প্রিয় স্বদেশ বাংলাদেশ।

ছবিঃ পিন্টারেস্ট

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯

আহমেদ জী এস বলেছেন: অধীতি,



স্বাধীনতা.... তোমাতে বেঁচে রই সকাল-সন্ধ্যা বেলা................

চোখে লাগলো বলেই বলি - "দারে দারে" শব্দদু'টির বদলে " দ্বারে দ্বারে" করে দিন।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৯

অধীতি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখছেন। ভাষা সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০০

অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। ব্লগে অনেকদিন আপনাকে মিস করেছি।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৩

সামিয়া বলেছেন: অনবদ্য

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৩

অধীতি বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:




সুবজাভ

সবুজাভ হবে?

স্বাধীনতা যাকে খলনায়ক বানিয়েছিল, সে হয়তো প্রধান অতিথি হবে।

লজ্জাজনক, এটা আমাদের দেশে হয়।
লেখা ভালো লেগেছে।


২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১১

অধীতি বলেছেন: ঠিক করে নিয়েছি। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.