নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

সাদা স্ক্রিনে যাদের সমস্যা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৫৭

সাদা স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে পড়তে পারিনা। চোখে পানি চলে আসে। রাতে চারপাশ অন্ধকার থাকলে তো আরো বেশি সমস্যা হয়। খুঁজতে খুঁজতে এই এক্সটেনশটা পেলাম। চোখে দেখতে আরাম লাগে। বড় পোস্টও পড়া যায়। রাতে ব্লগিং করার মজাই আলাদা। যদি পরের দিন থাকে শুক্রবার।
Google Chrome এর extension এ গিয়ে Color Changer লিখে সার্চ করলেই চলে আসে। তারপরে নিজের মত করে রঙ পছন্দ করে নিলেই হয়। প্রতিটা সাইটের জন্য আলাদা করে চালু করতে হয় এটা। সামুুতে চালু করা আছে কিন্ত অন্য সাইটে ঢুকলে extension থেকে চালু করে নিতে। এই ফিচারটা বেশ ভালই লেগেছে।


মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫২

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২

সামরিন হক বলেছেন: আমার চোখে সমস্যা কিন্তু সাদাতেই তো বেশি দেখি! এতে কি ক্ষতি হবে চোখের ??


শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০২

অধীতি বলেছেন: এটাতো জানানেই। সাদাতে অনেক্ষণ দেখলে আমার চোখ ঝাপসা হয়ে আসে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই,
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।।
সাদা রঙের জামা, সে তো ভালো নয়,
হলুদ না হয় নীলে কেমন জানি হয়!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৪৭

অধীতি বলেছেন: উপলব্ধিটা কোন বিষয়ে হলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.