নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

বোকা শহীদ

০১ লা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

হাসনাত, সার্জিসদের নতুন রাজনীতি করনের বয়ান মাটি চাপা পড়ে গেছে তাদের শুভাকাঙ্খীদের দানের গাড়ি আর উপহার সামগ্রীর ব্যবহারে। ফলে, তারা তাদের নৈতিক দিকটি হারিয়ে ফেলেছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছড়িয়ে পড়েছে। হতাশ হয়ে আছি।
তার থেকে আম জনতার দলের নেতাকর্মীরা একটা নতুনত্ব গড়ে তুলেছে। তাদেরকে দেখেছি ব্যবসা করে উপার্জন করে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কোন সময় মাঠে আওয়াজ তুলে। তারা রিকশায় চলাচল করে। তদের কোন চাকচিক্যময় জীবন ধারা চোখে পড়েনি। ব্যারিষ্টার ফুয়াদকেও দেখেছি রিকশায় চলাচল করতে।

সার্জিস পুরানা নীতিকে অনুসরণ করে নতুনত্বের বয়ান দিচ্ছে। এগুলো খায় না। পুলিশ প্রটোকল নিয়ে বাহারি চালচলন তরুণদের বিকর্ষিত করছে। NCP দলটি শুধু বয়ানের উপরেই নির্ভর করে চলতেছে। অল্প ক্ষমতার মোহ থেকেই তারা মাটিতে নামতে পারতেছে না। মাছের পোনার মত নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতেছে। বিএনপি তাদের দলের নেতৃত্ব সামলাতে হিমশিম খাচ্ছে। তারাও পুরানা বন্দোবস্ত থেকে বের হতে চাচ্ছে না। কেহই পতিত স্বৈরাচার থেকে শিক্ষা নিচ্ছে না।

মাটি ও মানুষের কাছে দুই ভাবে যাওয়া যায়। সার্জিসের মত চাকচিক্যময় পোষাক পরে (আগে যেভাবে স্বৈরাচারের লোকেরা কাচা ধানে মই দিত) লোক দেখানোর মাধ্যমে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত সত্যিকারের হৃদয় নিয়ে।
বাংলাদেশে পরিবর্তন রক্তের বিনিময়ে আসে। তবে রক্ত শুকানোর মাধ্যমে তা আবার ম্লান হয়ে যায়।

ছবিঃ অনলাইন

আমাদের এখানে সন্ধ্যা আসে নিয়তির করুণ খোলসের মত
বোকা শহীদের রক্তের ফোয়ারার রঙ নিয়ে পশ্চিমের আকাশে।
তবুও তাহারা;
যাদের আমরা নেতা বলি,
ক্ষমতার স্বার্থে শহীদের নাম নিয়ে গলা ফাঁটিয়ে ক্লান্ত হয়ে পড়েন।
এরপরে মাদ্রাজে অথবা লন্ডনে কিংবা ম্যারিকায়
বহুতল ভবনে চিকিৎসারত অবস্থায় দোয়া প্রার্থনা করেন।
তারপরে নর্তকীর ওমে মাতাল হয়ে ভাবেন দেশ ও জাতির কল্যান।

এখন যারা আমাদেরকে নতুনত্বের গান শোনায়
তারাও দেখি অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বলেনঃ
“বন্ধুগন তোমদের সেবাই আমাদের লক্ষ্য, নিরাপত্তার জন্য আমরা শুভাকাঙ্খীদের গাড়ি ব্যবহার করি।”

আমরা শুধুই দেখি, আন্দোলন করি
পিঠ ঠেকে গেলে প্রাণ দান করে আরেক নেতার উত্থান ঘটাই
বিনিময়ে আমারদের প্রাণনাশের গল্প মিডিয়ায় ছড়িয়ে পড়ে
দেশের মানুষ হাহা রবে আমাদের পরিজনদের দেখতে আসে
নতুন উত্থান্নিত নেতা বাহারি লোকবল নিয়ে পরিজনদের বলে বিচারের কথা।

তারপরে একদিন ঐ নেতারও পতন হয়
এবং শহীদের কবরের ঘাসগুলো বর্ষার জলে স্নান করে
প্রভাতের আলো, বুনো খরগোশ, কাঠবিড়ালী, পাখির দল বিচরণ করে
কবরে নির্জন শুয়ে থাকে বোকা শহীদ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

যামিনী সুধা বলেছেন:



শিবিরের জল্লাদদের অবস্হা হবে মীর কাশেম আলী ও নিজামীর মতো হবে।

২| ০১ লা মে, ২০২৫ সন্ধ্যা ৭:০২

যামিনী সুধা বলেছেন:



শিবিরের জল্লাদেরা মানুষ হত্যা করে, তাদেরকে শহীদ ঘোষণা করেছে; ১৯৭১ সালেও শিবির ( রাজাকার ) মানুষ হত্যা করেছিলো।

৩| ০১ লা মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

কামাল১৮ বলেছেন: জনগনের দাবি-দাওয়া নিয়ে যারা কথা বলবে তারাই রাজনীতিতে টিকে থাকবে,বাকিরা ঝরে যাবে।

৪| ০১ লা মে, ২০২৫ রাত ৯:২২

মেঠোপথ২৩ বলেছেন: আজকে এনসিপির বিরুদ্ধে যে সমালোচনা শুরু হয়েছে , মানুষ যদি এই সমালোচনাগুলো দুই লুটেরা পরিবারের বিরুদ্ধে করত , তাহলে দেশ সত্যিকারের উপকৃত হত। কিন্ত দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচারকারি দুই পরিবারের বিরুদ্ধে সমালোচনায় বেশিরভাগ মানুষের আগ্রহ দেখি না।

হাসনাত , সারজিস , নাহিদরা যা করেছে দেশের জন্য, তা আমাদের দেশের কোন রাজনৈতিক দল করতে পারে নাই । করার কথাও কেউ ভাবতে পারে নাই। দেশের জন্য যারা মৃত্যূকে বেছে নিয়েছিল তাদের আজ শুভাকাংখীদের গাড়ীতে চড়তে দেখলেই নীতি নৈ্তিকতার অবক্ষয় হয়েছে বলে ভাবতে পারছি না। আমাদের মত যারা জুলাইয়ের সেই ভয়ঙ্কর দিনগুলোতে কিছু করতে পারে নাই, তারা এই ছেলেগুলোর জন্য কিছু করতেই পারে। নৈ্তিকতার অবক্ষয় তখনি বলতে পারব যেদিন দেখব তারা দুর্নীতিতে জড়িয়েছে বা উপহারের বিনিময়ে কাউকে অনৈ্তিক সুবিধা দিচ্ছে। এখন পর্যন্ত কেউই তথ্য প্রমান দেখাতে পারেনি। জুলকারনাইন আসিফের বাবার এক ট্রেড লাইসেন্স নিয়ে যা তামাশা করল, তাতো আসলে অপরাধের পর্যায়েই পড়ে না।

যে দেশে বাস করি সেই দেশের জনগন চুন থেকে পান খসলে সরকারের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে আর আমাদের দেশে ঠিক তার উলটা। ফোকাস ঠিক করেন। হাসনাত সারজিসের দ্বারা এই দেশের কনামাত্র ক্ষতি হবে না, যা এই দেশের দুই লুটেরা পরিবার করেছে। হাসনাত সারজিসরা এখনও যা বয়ান দিচ্ছেে ,সেই বয়ান দেয়ার কথা ছিল বিএনপির ।কিন্তু এই বেইমানের দল ছাত্রদের কল্যানে মুক্তি পেয়ে উলটা এখন ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে।

০১ লা মে, ২০২৫ রাত ৯:৪৯

অধীতি বলেছেন: অন্যান্য দলের লোকেরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান ঘটিয়েছিল পরবর্তীতে তারা পথ হারিয়ে নৈতিকতা বিষর্জন দিয়ে নিষ্ঠুর ও কলঙ্কজনক অধ্যায় ঘটিয়েছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে তার স্বকীয়তা ধরে রাখতে পারেন নি। বহু মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের হয়ে স্বৈরাচারীত্ব করেছে। সার্জিস, হাসনাত গং রাও এর বাইরে নয়। তাদের বর্তমান কর্মকান্ড দেখে আগের আশংকা বারংবার ফিরে আসতেছে। একটা আন্দোলনে জীবন বাজি রেখে নেতৃত্ব দেয়া বীরত্বের আর সেটা ধরে রাখতে না পারাটা জাতির জন্য ক্ষতিকর।

৫| ০১ লা মে, ২০২৫ রাত ৯:৫১

যামিনী সুধা বলেছেন:



@মেঠোপথ২৩ ,

মানুষ চোরদের পক্ষে, আপনি জল্লাদদের পক্ষে।

৬| ০১ লা মে, ২০২৫ রাত ১০:৪৪

মেঠোপথ২৩ বলেছেন: অন্যান্য দলের লোকেরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান ঘটিয়েছিল পরবর্তীতে তারা পথ হারিয়ে নৈতিকতা বিষর্জন দিয়ে নিষ্ঠুর ও কলঙ্কজনক অধ্যায় ঘটিয়েছে।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থানের রাজপথ বা যুদ্ধের ময়দানে থাকা ব্যক্তিরা কেউ ক্ষমতার স্বাদ পায়নি। ক্ষমতার স্বাদ পেয়েছে এর সুবিধাভোগীরা। ৯০র গণঅভ্যুত্থানের কথাই বলি। ঐ গণঅভ্যুত্থানের সাথে ২০২৪ এর তুলনাই হয় না কোনদিক দিয়েই। স্বৈরাচারী জাতীয় পার্টির সাথে স্বৈরাচারী আওয়ামিলীগের আসমান জমিন ফারাক । ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে হওয়া সেই আন্দোলনের বিজয় ছিনতাই করেছিল ছাত্রদলের আমান ,অভি নীরুরা এবং সুবিধাভোগী হয়েছিল বিএনপি।

এখানেই পার্থক্য এবারের আন্দোলনকারীদের। যারা বিপদগ্রস্ত তারাই কৃতিত্বের দাবীদার সুবিধাভোগীরা সমালোচনার দাবীদার , বিপদ্গ্রস্তরা নয়।

৭| ০১ লা মে, ২০২৫ রাত ১০:৪৯

মেঠোপথ২৩ বলেছেন: ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থানের রাজপথ বা যুদ্ধের ময়দানে থাকা ব্যক্তিরা কেউ ক্ষমতার স্বাদ পায়নি এক জিয়া ছাড়া। আর তাইতো তিনি দেশের সাথে বেইমানি করেননি।

৮| ০১ লা মে, ২০২৫ রাত ১১:২৯

যামিনী সুধা বলেছেন:



লেখক বলেছেন: অন্যান্য দলের লোকেরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান ঘটিয়েছিল পরবর্তীতে তারা পথ হারিয়ে নৈতিকতা বিষর্জন দিয়ে নিষ্ঠুর ও কলঙ্কজনক অধ্যায় ঘটিয়েছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে তার স্বকীয়তা ধরে রাখতে পারেন নি। বহু মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের হয়ে স্বৈরাচারীত্ব করেছে।

-আপনি তো ইতিহাসের প্রশ্নফাঁস গ্রেজুয়েট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.