নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে পছন্দ করি

অদৃশ্য*আমি

কিছুই বলার নাই ।

অদৃশ্য*আমি › বিস্তারিত পোস্টঃ

কিছু হাবিজাবি। না পড়াই ভালো। ওয়াস্ট অফ টাইম ! :D

০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৭

আমি একদম লেখা লেখি করি না। সময় কাটানোর জন্য একটু টেরাই মারলাম... ভুল থাকার সম্ভাবনা বেশি। তাই আগেই ক্ষমা চাই। অবশ্যই নিজ দাইত্তে সময় নষ্ট করবেন।



[*] সভ্য ও অসভ্য। এই দুয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে কথাবার্তা,চরিত্র ও মনুষ্যত্ব। আমরা প্রায়ই বাস, ট্রাক, অটোরিক্সা, সিএনজি তে তেখা দেখি "ব্যাবহারেই বংশের পরিচয়"। কথাটা মনেহয় বাস বা ট্রাক চালকেরা বানায়নি। তারা কথাটার ব্যবহার করছে। এবং আমার মতে তারা যথার্থই ব্যবহার করছে। কারন সেটি তাদের প্রয়জনেই ব্যবহৃত হচ্ছে। কিভাবে? আমরা কি কখনো বঝার চেষ্টা করেছি ওই বাক্যটার সাথে তাদের সম্পর্ক? আমার মনেহয় ভাড়া নিয়ে হেল্পারদের সাথে যে বাক-বিতণ্ডা হয় তা অন্যত্র খুব কমই হয়। নিজেকে আরও একবার যাচাই করার জন্য বাক্যটি খুবই কাজের! হাজার হোক নিজের বংশ মর্যাদা নিয়ে টানাটানি।



[**] আজকাল অহরহ দেখা যায় বাংলার থেকে ইংলিশ বেশি বলা। যতটুকু বাংলা বলে তার বেশিই ভুল। অধিকাংশ সময়ই তা জ্বালাতনের কারন হয়। আমাদের দেশে বর্তমান সময়ে কথিত ওয়েস্টার্ন মেয়েদের কথা শুনলে নিজেকে খুবই অসহায় মনেহয়। মাঝে মাঝে মনেহয় নিজেই আসল বাংলা ভুলে গেলাম! Rice দিয়ে বাক্য রচনা করতে দেওয়া হলে অধিকাংশ মানুষ সহজে বলে দিবে "আই ইট রাইস" । কেউ যদি বলে "আই ইট ফ্রাইড রাইস" তার মানে এই না সে ওয়েস্টার্ন, সে জুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে আছে :-P । আমার কাছে তারা কথায় কি বলতে হয় তা জানেন না অথবা তিনি মজা করছেন। আমরা বিশেষ ভাবে তাকে বাচাল বলে সম্বোধন করতে পারি। সেই দিক দিয়ে বাচাল বাক্তি কোন ওয়েস্টার্ন বাক্তির উদাহরন হতে পারে না।



কেউ যদি সময় নষ্ট করে পরে ফেলেন তাইলে আমার দোষ নাই। ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.