নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে পছন্দ করি

অদৃশ্য*আমি

কিছুই বলার নাই ।

অদৃশ্য*আমি › বিস্তারিত পোস্টঃ

ওয়েস্টার্ন ইস্টাইলের খ্যাতা কিলাই! X(

১৯ শে মে, ২০১৩ রাত ১:০৭

[***] দোকানে দাড়িয়ে দকানির সাথে কথা বলছিলাম। আমার ভাষা যতটা সম্ভব বোধগম্য করে কথা বলার চেষ্টা করি। দোকানে একজন সুদর্শনার প্রবেশ। তিনি নিজেকে একজন ওয়েস্টার্ন মেয়ে বলে দাবি করে (তার সাথে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি) :#> । ইংলিশ মুভি-টুভি হাল্কা পাতলা দেখা হয়। সেখানে দেখাযায় ওয়েস্টার্ন কান্ট্রির হয়েও তারা দোকানির সাথে অনেকটা অনুরধের সাথেই কথা বলে। ফিরে যাবার সময় আবার একটা "থ্যাংক ইউ" ও বলতে দেখাযায়। রমনির পশাক ওয়েস্টার্ন পরিচয় বহন করছে। সেই রকম একটা লুক নিয়ে দোকানিকে কোনোএকটা ভাষায় অর্ডার করা শুরু করলেন। আমাদের দেশে এটাই হয়। কিন্তু রমনির কথা দোকানদার এর বোঝার ক্ষমতা একটু কম ছিলো। বাংলিশ টাইপের কথা । আবার, কথা গুলো তার মুখ দিয়ে নাকি অন্য কোন জায়গা দিয়ে বের হচ্ছিলো তা ঠিক বোঝা যাচ্ছিলো না। কয়েকবার বলার পর দোকানদার কিছুটা আন্দাজ করে ঠিক জিনিসটা নিয়ে আসলেন।:-* যতদূর বুজলাম তিনি দাঁতের পাটি খুলতে পারছিলেন না। মনে করেছিলাম তার মুখে বা দাঁতে সমস্যা। কিছু সময় পর তার মোবাইল বেজে উঠলো। হেসে হেসে কথা বলা শুরু করলেন। বুঝতে পারলাম তার দাঁত ঠিকই আছে। সেটা তার কথা বলার ইস্টাইল। এইটা কোন ইস্টাইল হইলো???? :((কথাগুলোও সেইরকম ছিলো। স্যাম্পল দিলামঃ



"আমি সেখানে যাওয়ার পর সবাই আমার দিকে হা... করে তাকিয়ে ছিলো। ইউ নো, আসোলে আমার মতো সেখানে কেউ ছিলোনা বুঝালাআআআ...। না...না... আমি সেখানে স্টে করতে চেয়েছিলাম বাট একটু সর্ট অব প্রবস দেখাদিলো। সেটাই... আসোলে প্রবলেমে সমস্যা টা না হলে হয়তো স্টে করতাম। ......" :)



এই যদি হয় তোর ওয়েস্টার্ন ইস্টাইল, তবে ওয়েস্টার্ন ইস্টাইলের খ্যাতা কিলাই! X(

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

অদৃশ্য*আমি বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.