![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অবদি দুরে দাঁড়িয়ে তোমার চেনা হাসিটাকে অনুভব করে আসছি। কাছে আসি না হাসিটা যেন মলিন হয়ে না যায়। কথা বলি দুর থেকেই, কিন্তু আফসোস, আমার প্রশ্ন গুলো শুনতে পাও না।
জানো? আমি তোমার থেকে তোমার গালের টোল পরা হাসিটাকেই খুব ভালবাসতাম। আর তোমার চোখের চাহনিও যে মন কেড়ে নিত!! তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। মাঝে মাঝে চোখ থেকে চশমাটা খুলে নিয়ে মুছে দিতে।
ও হ্যা, আরেকটা কথা বলতে সব সময় ভুলে যাই। আমার জীবনের প্রথম চুম্বনটা কিন্তু তোমার সাথেই ছিল। সেদিনও বলেছিলাম কিন্তু কেন যেন বার বার বলতে ইচ্ছে করে।
©somewhere in net ltd.