![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হা হা হা,,,, হেসে নিলাম। কারন, সব সময় হাসি মন থেকে আসে না, যেদিন থেকে তোমার অভাব ধীরে ধীরে আমাকে গ্রাস করে দিচ্ছে। আমার হাসির কারন ছিলে তুমি, আবার তুমিই ছিলে আমার দুঃখের সান্তনাদানকারী। হাসিগুলো কেন যেন ম্লান হয়ে যায় কিছুদুর সেই স্মৃতিগুলো চোখে ভাসার পর। আমি কেঁদে উঠি ভিতর থেকে, আটকে রাখি নিজেকে তোমার ঘরের বারান্দার নিচে গিয়ে। খুব অসহায় লাগে। যে কিনা কোন এক বিকেলে এক কাপ কফির ভাগিদার ছিল আর আজ সে অন্যকারোর ভাগিদার। আমি কেঁদে যাই ক্ষণিকের জন্য, তোমার দেওয়া কিছু লাল গোলাপের ঝড়ে পরা শুকনো পাপড়ির মরে যাওয়ার দৃশ্যে।
তোমার ঘৃণাযুক্ত চেহারা আমাকে এভাবে পথভ্রষ্ট করে দেবে তা কখনো ভাবি নি। ভুলে থাকা কষ্টকর, এ আমি হারে হারে জানি। কিন্তু ক্ষণিকের ভুলে যাওয়া যে আরোও কষ্টকর তা আমি মুখভর্তি ধুঁয়া ছেড়ে বুঝতে পারি। হারিয়েছি বলে ধুঁয়ার সর্গরাজ্যে বসবাস করছি তা কিন্তু নয়, হারাতে চাই না বলে এখনো এ পথের বাসিন্দা। আমার একা চলার পথে দেখে হয়ত তোমার মুখ হাস্যোজ্জলে পরিণত হবে, কিন্তু হেসে যাওয়ার আগে একবার হলেও জেনে নিও তোমার হাতের স্পর্শ ভুলে গিয়েছি বলে আমার হাত দুটোতে আর কারো হাত মুষ্টি করে ধরি নি। ধরেছি শুধু সিগারেটের ফিল্টার আর ডান হাতে এক কাপ দুধের চা। ভোর অবদি বিকেল ব্রহ্মপুত্র নদের পানে তাকিয়ে বেলা শেষ হয়ে যায় চিন্তার গভীরে চলে গিয়ে ভাবনাটা এমন, আগে তোমার পানে তাকিয়ে বেলা শেষ হয়ে যেত আর পরিশেষে দুজন মিলে সন্ধ্যা তারা দেখতাম। সন্ধ্যাতারা কেমন আজ ভুলে গিয়েছি।।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩২
মধ্যবিত্তের ছেলে বলেছেন: ধন্যবাদ
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮
বিজন রয় বলেছেন: মনের কল্পনায় ভেসে ওঠা অজস্র দৃশ্য।
চমৎকার।
+++
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩২
মধ্যবিত্তের ছেলে বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৩
মার্কো পোলো বলেছেন: বাহ! আবেগপ্রবণ হয়ে পড়লাম, আবেগ নেই তবু আবেগ চলেই আসলো।
অনেক ভাল লাগলো।