![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি নি, হয়ত তুমি হবে রাতের সন্ধ্যা তারার মত দেখতে। তোমার ময়ূরের মত নীল রঙা মায়াবী চোখগুলো সেদিন মন কেড়ে নিতে চাইবে। মাঝে মাঝে যখন চোখের সামনে পরে থাকা চুলগুলো কানের পেছনে সড়িয়ে নিবে তখন কানের দুলের শব্দ মানিয়ে যাবে মুহূর্তটা, দৃশ্যটা হবে দেখার মত। লাল শাড়ির সাথে রঙ বেরংয়ের চুড়ি পড়বে আর ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে যখন রিক্সার হুড উঁচু করে খোলা চুলগুলো নিয়ে বসে থাকবে, দেখতে তখন রাজকুমারী লাগবে! হাসিতে টোল পরা তোমার গালটুকু হৃদয় ছুঁয়ে যেতে চাইবে। আর আমি তখন তৃষ্ণার্থ প্রেমিকের মত তোমার কোমল হাতের ছোঁয়ার ইচ্ছে পোষণ করব।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
মধ্যবিত্তের ছেলে বলেছেন: ইচ্ছে পুরণ হলেই খুশি।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১১
আনিসা নাসরীন বলেছেন: ইচ্ছে পূরণ হয়ে যাবে