![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার রাজকুমারি আজ আগের মত তোমায় কাছে পায় না। কারণ কাছে পেতে গেলে যে তোমার সান্নিধ্যের প্রয়োজন। আর সেই সুযোগের স্বাধীনতা আজ পরাধীনতায় পরিণত। যে পরাধীনতা আমাকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে, আর এই ক্ষতের ব্যাথ্যা শুধু আমিই পাচ্ছি। তবে একটা কথা সত্য, আমি আজোও তোমাকে খুঁজে পাই আমার জেগে থাকা স্বপ্নের মাঝে। যেখানে তুমি লাল গোলাপ আর রঙ বেরঙের চুড়ি নিয়ে আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকো। কখনো কখনো ভুলে যাই যে তুমি বাস্তব জীবন থেকে অনেক সুদূরে বাস করছো। আর এ কল্পনার মাঝে তোমাকে আবারো হাড়ানো আমার কাছে অসম্ভব। একটা কথা কি জানো, “ভুলে যাব” কথাটা বলা যতটুকু সহজ “ভুলে ফেলা” তার থেকে কঠিন বাস্তবতা। কারণ, ভুলে যেতেও যে মনে করতে হয়!! আর মনে করতেই তো তোমায় নিয়ে স্বপ্ন দেখা ছাড়া আর কিছু করার থাকে না।
©somewhere in net ltd.