![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ হয়ে জন্মেছি। এবার মানুষ হয়ে মরতে চাই। সেই সাধনা আর একটু ভালো থাকবার, ভালো রাখবার চেষ্টাতেই বেঁচে আছি। আর মনে আছে আজন্ম ভালোবাসার ক্ষুধা...
অরূপা,
তোমার জন্য আমার একরাশ গোলাপ ফুল।
অরূপা,
তোমার জন্য আমার দিঘীর নীল পদ্ম।
অরূপা,
তোমার জন্য আমার ঢেউহারা নদীর কূল।
অরূপা,
তোমার জন্য আমার ডায়েরী ভরা গদ্য।
অরূপা,
তোমার জন্য আমার গীটারের ছেঁড়া তার।
অরূপা,
তোমার জন্য আমার চোখে আজ সানগ্লাস।
অরূপা,
তোমার জন্য আমার সস্তার মণিহার।
অরূপা,
তোমার জন্য আমার খাতাটা হল ক্যানভাস।
অরূপা,
তবু বোঝ না তুমি আমার দীর্ঘশ্বাস।
তোমার জন্য আমার গোটা জীবনটাই।
অরূপা,
তোমায় ভেবে কাটছে এখন মাস।
বলছি তাই সত্যি করে তোমাকে আমার চাই।
©somewhere in net ltd.