![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ হয়ে জন্মেছি। এবার মানুষ হয়ে মরতে চাই। সেই সাধনা আর একটু ভালো থাকবার, ভালো রাখবার চেষ্টাতেই বেঁচে আছি। আর মনে আছে আজন্ম ভালোবাসার ক্ষুধা...
মনটাকে যে সইতে পারে;
মনের কথা কইতে পারে
বন্ধু তারেই কয়।
দুঃখকে যে দূরে সরায়;
সুখের কথা মনে করায়
বন্ধু তারেই কয়।
স্বার্থ ছাড়াই ভালো যে বাসে;
প্রয়োজনে থাকে যে পাশে
বন্ধু তারেই কয়।
আঁধারে যে দেখায় আলো;
কালোরে যে বানায় ভালো
বন্ধু তারেই কয়।
একাই নেয় যে মনের ব্যথা;
ভাগ করে নেয় সকল কথা
বন্ধু তারেই কয়।
জীবনের আয়োজনে সাক্ষী যে হয়;
জীবনের প্রয়োজনে রক্ষী যে হয়
বন্ধু তারেই কয়।
যে থাকে সকল বিবাদ ভুলে;
যে থাকে উৎসবেরই উৎসমূলে
বন্ধু তারেই কয়।
মনটাতে যে সুখ ছড়ায়;
ভালোবেসে বুকে জড়ায়
বন্ধু তারেই কয়।
যার সাথে হয় মান-অভিমান;
যার সাথে আড্ডা-হাসি-ফান
বন্ধু তারেই কয়,
বন্ধু তারেই কয়।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
ভালোবাসার কাঙাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১
হুমায়ুন তোরাব বলেছেন: ছড়া ভাল হয়েছে ।