নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ল্যাম্পোস্টের আলোয় খুজি জীবনের অর্থ...

সময়ের বালি খুড়ে যাই...

যদু মাষ্টার

আমি খুব সাধারণ একজন মানুষ। লিখালিখি ভালোবাসি। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

যদু মাষ্টার › বিস্তারিত পোস্টঃ

জানি ভালোবাসো না আমায়, তবুও কবিতায় আজও ভালোবাসি তোমায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

রাত ৪.১৭,

ট্রেনে ঢাকা যাচ্ছি,

রাতের ঘুমন্ত প্রকৃতি দেখতে দেখতে হঠাত্‍ চোখ যায় চাঁদের দিকে।

মনে পরে যায় একদিন এই চাঁদ কে আপন করেছিলাম,

প্রিয়াকে বুঝাতে কতটা নিবিড় করে তাকে ভালোবেসেছিলাম।

গভীর রাতে ভালোবাসার পয়গাম নিয়ে যখন প্রিয়ার দারস্হ হতাম,

তখন চাঁদকে কত সুনামে ভাসাতাম!

সে বলতো আজকের চাঁদটা অনেক সুন্দর,

আমি বলতাম হ্যাঁ সুন্দর কিন্তু তোমার সৌন্দর্যের আধারকেই আলোকিত করতে পারে না।

আমার জানা ছিল না যে চাঁদ ধার করা আলো দিয়ে ঐ আধারকে আলোকিত করতে পারে না,

ঐ আধারে আমি পরলে আমিও বিলীন হয়ে যাব।

আজ আমি বিলীন,

আলোকের প্রস্ফুটিত শিখায় যাওয়ার শক্তিটুকুও হারিয়ে বসেছি।

আমার দেয়া সবকিছুই সে ফিরিয়ে দিয়েছে,

শুধু ভালোবাসা আর তাকে ধার দেয়া চাঁদের মধ্যে আমার ঐ অস্তিত্তটুকু ছাড়া।

আমার আশাগুলো হয়তো নিভৃত এক পল্লী গ্রামের মত ঘুমিয়ে আছে,

তবুও আমি জানি আমার ভালোবাসা সত্য আর তা হবে না কখনো পথহারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.