![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ একজন মানুষ। লিখালিখি ভালোবাসি। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
ভারতের লোকসভা নির্বাচনে এবার চলচ্চিত্র সেলিব্রেটিদের অংশগ্রহণ চোখে পড়ার মত।
যদিও এর আগেও অনেক সেলিব্রেটি রাজনীতিতে এসেছে , কিন্তু এবার সব রেকর্ড ভেঙ্গে গেছে।
এবার যারা এসেছেন তারা হলেন কিরণ খের, গুল প্লাং, নাগমা, মুনমুন সেন, দেব, বিশ্বজিৎ , সন্ধারায়সহ তামিল, মারাঠি, গুজরাটি, অসমিয়া ছবির অনেক নায়ক নায়িকা।
এখন কথা হল তারা কেন এই নির্বাচনে আসছেন?
এর দরুণ তাদের সম্মান বাড়ার চেয়ে বরং বেশি কি কমছেই না ?
প্রতিদিন এই বক্তব্যের জন্য কারণ দর্শাও, ওই বক্তব্যের জন্যে কারণ দর্শাও এভাবে করে তাদের কাছে নোটিশ পাঠাচ্ছে কোর্ট বা নির্বাচন কমিশন!
এতে তাদের জনপ্রিয়তা বাড়ার চেয়ে পরস্পর বিরধী বক্তব্যের কারণে কমছেই বেশি।
কিছু অর্থ আর ক্ষমতার জন্য তারা রাজনিতীকদের দারা ব্যাবহৃত হচ্ছেন।
কেউ সেরকম পজিশনে যেতে পারেনি আজ পর্যন্ত তারপরও তাদের এই অংশগ্রহণ আজ হতাশ করছে।
আগে যারা এসেছেন তারা হলেন রামারাও, সুনীলদত্ত, অমিতাভ, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, এম জি আর রামা চন্দ্র, গোবিন্দ,ড্রিমগার্লখ্যাত হেমামালিনী, শত্রুঘ্ন সিনহা, জয়াপ্রদা, রাজবাবর, শতাব্দী রায়, তাপস পালসহ আরও অনেকে।
তাদের মধ্যে একমাত্র তামিল ছবির এক সময়কার হার্টথ্রব নায়িকা ললিতা ছাড়া কেউই তেমন ভাল অবস্থানে যেতে পারেননি। ললিতা এখন তামিল নাডুর মুখ্যমন্ত্রী।
যদি আজকের এই অবস্থানে না এসে তারা তাদের জায়গায় থাকতেন তাহলে তাদের সম্মান ও মর্যাদা অনেকগুন বেড়ে যেত, কেননা-
"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।"
যে যার যার জায়গা থেকে দেশ কে ভালোবেসে কাজ করে গেলে দেশের উন্নয়ন আপনা থেকেই হতে থাকবে, মেকি লোক দেখানো জনগনের সেবা করে নয়।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩
যদু মাষ্টার বলেছেন: বিদ্রোহী বাঙালী আপনি ঠিকই বলেছেন।
জনগণের নেতা কিন্তু এরা খুব কমই হতে পারবে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সহমত পোষণ করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৫:১২
বিদ্রোহী বাঙালি বলেছেন: রাজনীতিতে এই সব বসন্তের কোকিলদের আগমনেই দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, জনগণের সাথে দূরত্ব ইত্যাদির সৃষ্টি হচ্ছে। ফলে রাজনীতি কলুষিত হচ্ছে। রাজনীতিবিদের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে। তাই আমি সব সময়ই তৃনমূল থেকে উঠে আসা রাজনীতিবিদদের পক্ষে মত দেয়ার চেষ্টা করি। কারণ তাদের সাথে সাধারণ জনগণের একটা সরাসরি যোগসূত্র আছে বা তাদের সাথে মেলামেশা আছে। রাজনীতি কী তারা বুঝে। কিন্তু যারা সেলিব্রেটি থেকে আসে, কিংবা ব্যারিস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পেশা থেকে আসে, অথবা সরকারী অবসর প্রাপ্ত কোন কর্মকর্তা, ব্যবসায়ী, কোন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিল্পপতি থেকে আসে, তারা সবাই সুবিধাভোগী। তারা নিজের জন্য আসে, জনগণের জন্য নয়। অবশ্য এদের মধ্যে অনেকেই আছেন, যারা তৃনমূল থেকেই এসেছেন, তাদের কথা ভিন্ন। সজাকথা প্রকৃত রাজনীতিকরাই রাজনীতি করুক, এটাই আমি চাই।
ভারতের লোকসভা নির্বাচনে সেলিব্রিটি অংশগ্রহণ নিয়ে আপনার বিশ্লেষণ এবং মূল্যায়নে আমি সহমত জ্ঞাপন করছি। যথার্থ বলেছেন আপনি। ললিতা যেমন মুখ্যমন্ত্রী হয়ে সেলিব্রেটিদের কিছুটা সম্মান রক্ষা করেছেন, ঠিক তেমনি সুনীল দত্তও কংগ্রেস সরকারের মন্ত্রী হয়ে কিছুটা সম্মান অর্জন করেছিলেন।
সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যদু মাস্টার।