নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ল্যাম্পোস্টের আলোয় খুজি জীবনের অর্থ...

সময়ের বালি খুড়ে যাই...

যদু মাষ্টার

আমি খুব সাধারণ একজন মানুষ। লিখালিখি ভালোবাসি। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

যদু মাষ্টার › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি অথবা অন্যকিছু

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

- আপনি এখানে বসতে পারবেন।

- ঠিক আছে, ধন্যবাদ।

- আপনি uneasy feel করছেন কেন ? এখানে জায়গা আছে, আপনি বসুন।

কনক আর আপত্তি না করে বসে পরলো।

কনক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ৩য় বর্ষে পড়ছে। সে থাকে বিশ্ববিদ্যালয়ের পাশেই মদনহাটের একটি মেসে। প্রতিদিনের মত সে টিউশানিতে যাচ্ছে বাসে করে। বাসে ভিড়ের চোটে সে গেইট থেকে একটু উপরে উঠে লেডিস সিটের সামনে দাঁড়িয়ে ছিল। প্রচন্ড গরমে তার অবস্থা বেহাল হওয়ার দশা। এই সময় লেডিস সিটে বসা একটি মেয়ে তাকে বসতে বলে।

বসার পর-

কনকঃ Thanks a lot.

মেয়েঃ No need to thank me.

দুজনেই হাসলো। এরপর অন্যদিকে তাকালো মেয়েটি।

কনক মেয়েটিকে মনযোগ সহকারে দেখতে থাকলো। মেয়েটিকে দেখতে অনেক সুন্দর লাগছে কনকের। গোলগাল মুখে হাল্কা মেইক আপ, হলুদ রঙের কামিজ আর আকাশি কালারের ওড়নায় ঠিক কনকের পছন্দের নায়িকা দিপীকার মত লাগছে। হঠাৎ মেয়েটার কথা শুনতে পেলো-

- আমি তামরীনা। আপনি?

- আমি কনক।

- আপনি কি করেন?

- আমি সিইউ তে পড়ি। আপনি?

- আমি নর্দার্ণ ইউনিভার্সিটিতে পড়ছি, বিবিএ তে। আপনি?

- আমি স্ট্যাটিস্টিকস এ। কোন ইয়ার এ আপনি?

- আমি ফার্স্ট ইয়ারে। আপনি?

- আমি থার্ড ইয়ারে।

- ও আচ্ছা, ভালো।

এটা বলে তামরীনা হাসি দিলো। এভাবেই তাদের কথা চলতে থাকলো।

আর ৫ মিনিট পরই কনক বাস থেকে নামবে ঠিক এই মুহুর্তে তামরীনা বলল

- আমাদের তো স্ট্যাটিস্টিকস আছে , মাঝে মাঝে বুঝি না। যদি আপনার নাম্বারটা দিতেন তাহলে হেল্প নিতাম।

- ঠিক আছে নিন- ০১৭...

- সরি, আমার ফোন অফ হয়ে আছে, আমার নাম্বারটা একটু রাখুন, রাতে একটা কল দিয়েন তাই বুঝতে পারবো।

- ওকে বলেন।

- ০১৬৮...

এই কনক, কনক, উঠ ; কিরে ক্লাসে যাবি না?

শুভর ডাকে ঘুম ভাঙ্গে কনকের। তখন তার আফসোস থেকে যায়- ইসস আর একটু পর যদি শুভ ডাকতো তাহলে নাম্বার তো পেতাম ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.