নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ল্যাম্পোস্টের আলোয় খুজি জীবনের অর্থ...

সময়ের বালি খুড়ে যাই...

যদু মাষ্টার

আমি খুব সাধারণ একজন মানুষ। লিখালিখি ভালোবাসি। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

যদু মাষ্টার › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ একটি আত্বহত্যাকারী যুবকের গল্প

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

একটি আত্বহত্যাকারী যুবকের গল্প বলছি,

না, এই যুবকের গল্প একুশের গল্পের তপুর মত নয়,

রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিকের মত নয়,

অথবা শরৎচন্দ্রের দেবদাসের মত নয়।

একটি আত্বহত্যাকারী যুবকের গল্প বলছি,

যে প্রাণখুলে হাসতে জানতো,

যে সপ্নের মধ্যে উড়তে পারতো,

যে হাজার কষ্টের মাঝেও সুখ খুজে নিত,

যে প্রিয়াকে আবেগমিশ্রিত কন্ঠে ভালোবাসি বলতো।

একটি আত্বহত্যাকারী যুবকের গল্প বলছি,

যার হাসিগুলো আজ পোড়া কয়েলের ছাইয়ের মত অপ্রয়োজনীয়,

যার সপ্নগুলো আজ পাতা ঝরা গাছের মত নিষ্ক্রিয়,

যার সূখগুলো আজ সিগারেটের ধোয়ার মত উর্ধীয়,

যার আবেগমিশ্রিত কন্ঠ আজ মৃত মানুষের মত দুঃস্কার্যীয়।

একটি আত্বহত্যাকারী যুবকের গল্প বলছি,

তার পোষ্টমোর্টেম রিপোর্টে এসেছে প্রিয়ার নাম,

অভিযোগ উঠেছে কোমরস্পর্শী চুলের অধিকারীনীর নামে,

জেরক্স কপিগুলো খুটিয়ে দেখেছে বিচারে,

কিন্তু কোন শাস্তি সে পায়নি,

কেননা সে এই যুবককে ভালবাসেনি।

একটি আত্বহত্যাকারী যুবকের গল্প বলছি,

যে প্রেমের জন্য আত্বহত্যা করেছিলো।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.