নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ল্যাম্পোস্টের আলোয় খুজি জীবনের অর্থ...

সময়ের বালি খুড়ে যাই...

যদু মাষ্টার

আমি খুব সাধারণ একজন মানুষ। লিখালিখি ভালোবাসি। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

যদু মাষ্টার › বিস্তারিত পোস্টঃ

খবর : অপহরণচক্রে নারায়ণগঞ্জ

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৪

১.

এক পুলিশের ট্রান্সফার হইছে নারায়ণগঞ্জ। বড় স্যারকে সে বলছে

- স্যার মাফ চাই। আমার স্ত্রীর আমি একটাই স্বামী আর সন্তানদের একটাই বাপ! স্যার আমাকে ওখানে পাঠাইয়েন না! :P

২.

বন্ধুুর বোনের বিয়েতে দাওয়াত পাইলাম, জানতাম না ওর বাড়ি নারায়ণগঞ্জ। ট্রেনে উঠার পর বলতেছে ওর বাড়ি নারায়ণগঞ্জ; "ছেড়ে দে মা কেঁদে বাঁচি" বলে দিলাম দৌড়।

৩.

ঢাকা থেকে বাসে চট্রগ্রাম আসবো! টিকেট কাটতে যাবো, আপা বলতেছে

-ভাই তুই বাসে যাসনে। -কেন???

-তুই ট্রেনে যা।

-কেন বাসে গেলে কি problem?

-বাসে গেলে নারায়ণগঞ্জ পরবে।

-ওওও.....

৪.

টিউশানিতে যাচ্ছি বাস কাউন্টারের পাশ দিয়ে। হঠাৎ দেখি মোটামুটি জেন্টেলম্যান টাইপের এক লোকের সাথে এক মহিলার তর্ক হচ্ছে। কাছে গেলাম, বুঝলাম লোকটি বাসের মালিক আর মহিলাটি ড্রাইভারের মা।

মহিলাটি বলছে

- আমার ছেলেরে নারায়ণগঞ্জ বাদে অন্য রাস্তায় চালাইতে দেন।

লোকটি বলছে

-আরে বাপু ওই ভয়েইতো বাসে ট্র্যাকিং লাগাইছি, বাসটা যেন গুম না হয়।

-এতো কিছু বুঝি না। আমার পোলা নারায়ণগঞ্জ যাইবো না ব্যাস।



হেহেহে.... নারায়ণগঞ্জ এখন only শহর না, ভয়ের শহর.... দ্যা city অব fear.... :v :v 3:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.