নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ল্যাম্পোস্টের আলোয় খুজি জীবনের অর্থ...

সময়ের বালি খুড়ে যাই...

যদু মাষ্টার

আমি খুব সাধারণ একজন মানুষ। লিখালিখি ভালোবাসি। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

যদু মাষ্টার › বিস্তারিত পোস্টঃ

গুরুর সান্নিধ্য

০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩

স্বপ্নের মধ্যে হাঁটছিলাম। হঠাৎ

সামনে দেখি কবিগুরু। এগিয়ে যেতেই

বললেনঃ

-কি হে তোমাকে চেনা চেনা লাগছে?

-দাদু আমি বাবু; চিনতে পারছেন না?

-বাবু? সবাইতো আমাকে বাবু বলে ডাকে,

রবী বাবু; তুমি কোন বাবু?

-দাদু আপনার স্মৃতি আমাকে স্মরন

করিতে পারিতেছে না, আমি বাবু, আপনার

শিষ্য, আপনার নাম থেকেই বাবু নাম নিয়েছি।

-ওওও তাই বল। তোর

সাথে দেখা হয়েছিলো কোথায় বলতো?

-ওই যে দাদু শাহজাদপুরে, আপনার

কুঠিবাড়িতে।

-ও আচ্ছা। তো কেমন আছিস?

-দাদু মোটেও ভালো নেই আমি; ঠান্ডা আর

জ্বর আমাকে এমন কাবু করিয়াছে যে বারবার

ফটিকের কথা মনে হইতেছে।

-ফটিক! না ফটিকের মত অবস্থা হবে না বধকরি।

-আজ তো আপনার ১৫৩তম জন্মবার্ষিকী, এ

ব্যাপারে আপনার অনুভূতি কি?

-অনুভূতি? গতকাল রাতে ATN News এ

মুন্নি সাহাকে বলিয়াছি,

ইউটিউবে পাওয়া যাবে দেখে নিস।

-আচ্ছা দাদু।

-তা তোর প্রেম কেমন চলছে?

-আহ দাদু! আমার আবার প্রেম!

ঠাই নাই দাদু ঠাই নাই,

ছোট সে তরী,

একটা মন আর কতজনে দিবে,

অভাগা অই ছুড়ি???

-এ কি বলছিস তুই?

-দাদু আমি ঠিক বলছি। ভালোবাসার

কথা বললে মেয়েরা থ্রেট দেয়।

-কেনো? কি বলে?

-একটা মেয়েকে ফেবুতে বলিয়াছিলামঃ

চাতক হইয়া তাকিয়া আছি,

দাও তুমি মোরে আশা;

সবসময় সঙ্গে থাকিবো,

দিবো পাগলের ভালোবাসা।

-তারপর ও কি বলিলো?

-“check my info plz”

এটা লিখিয়া আমাকে রিপ্লাই দিলো।

আমি তার ইনফো দেখিয়ে বাকশুণ্য

হইয়া রহিলাম।

-কেনো কি ছিলো ইনফোতে?

-Hometown ছিলো নারায়ণগঞ্জ।

.

.

.

.

.

-দাদু আপনি কোথায়? দাদু... দাদু...????

আর পাইলাম না তাহাকে... বোধকরি গুম

হবে এই ভয় পাইয়া নিরাপদ জায়গায় গমন

করিয়াছে।

যাই হোক তারপর শুধু জোরে জোরে বলিলাম-

শুভ জন্মবার্ষিকী হে দাদু, শুভ জন্মবার্ষিকী...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর হয়েছে , কবির প্রতি শ্রদ্ধা ।

২| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৩৪

যদু মাষ্টার বলেছেন: ধন্যবাদ!! কবির প্রতি শ্রদ্ধা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.