![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ একজন মানুষ। লিখালিখি ভালোবাসি। আমি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
১.
-এই যে আপনাকে সরতে বলছি, শুনতে পাচ্ছেন না?
আম্মাকে ডাক্তার দেখিয়ে আসছি কসমেটিকস্ এর দোকানে। ঘুরে দাড়ালাম। দেখি মোটামুটি সুন্দরী একটি মেয়ে। বললাম
-সরি।
মেয়েটি বলল
-কোত্থেকে যে আসে এই গুলা!
মেজাজটা খারাপ হয়ে গেলো। কিছু বলতে গিয়েও পারলাম না আম্মা আছে। চুপচাপ বের হয়ে আসলাম।
২.
আম্মাকে বাসায় পাঠিয়ে বন্ধুুর সাথে গেলাম ওর জুতা কিনতে। ঢুকতে গিয়ে দেখি ওই মেয়ে। বন্ধুকে সামনে এগিয়ে গিয়ে মেয়েটার পিছনে চুপ করে দাড়াতে বললাম। তারপর এগিয়ে গিয়ে বন্ধুকে লক্ষ্য করে বললাম
-ভাই শপিং কি একাই করবেন? ড্রেস আপ দেখে তো মনে হয় স্মার্ট, শপিং করার স্টাইল এতো ক্ষ্যাত ক্যান?
বন্ধুু মেয়েটাকে বলল আপু একটু চেপে দাড়ান।
তারপর বের হওয়ার সময় মেয়েটাকে ক্রস করার মুহূর্তে বন্ধুর কাঁধে হাত রেখে বললাম থ্যাংকস দোস্ত।
মেয়েটা তখন তাকিয়ে শুধু দেখছিলো আমাদের। আমি কাঁধ ঘুরিয়ে তিন সেকেন্ডের মত ঠান্ডা চোখে তাঁকিয়ে থাকলাম। ঠান্ডা চাহনিতে যে আগুন জ্বলে আজকে তা ভালোভাবে বুঝলাম।
৩.
বন্ধুর থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম, দেখি সেই পাবলিক। মুডটা চেইন্জ করে আবার ঠান্ডা চাহনিতে তাকালাম। মেয়েটা প্রচন্ড রেগে গেলো। তারপর নেমে যাওয়ার সময় বলল "সরি"।
একটু মায়া হলো হাজার হলেও মেয়ে মানুষ । নেমে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার সময় সিএনজির দিকে হাত বাড়িয়ে দেখিয়ে বললাম "ইটস্ ওকে।"
তারপর আর তাকাইনি ঘুরে।
পুনশ্চঃ আত্মম্ভিরতায় অহংকার করে কাউকে insult করলে নিজেরও insulted হতে হয়। আর এই বোধ আপনাতেই আসে অপরাধবোধের এক কোণ থেকে....
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯
যদু মাষ্টার বলেছেন: হুম, ধন্যবাদ..
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩
বাকি বিল্লাহ বলেছেন: ঠিকই আছে...মাইয়াগুলান ভাবখান এমন করে যেন কি না কি... গতকালকে বাড্ডা থেকে সাতাকুলের দিকে যাচ্ছিলাম মটরগাড়িতে করে ৬জন বসা যায়। আমার সামনেই একটি মেয়ে আর সাথে একটি ছেলে বসছে। রাস্তার অবস্থা খুব খারাপ একদম ভাঙ্গাচোড়া। কিছুদূর যেতেই মেয়েটা পাশে বসা ছেলেটাকে বলছে, সরে বসেন... একটু সুযোগ পেলেই গায়ের উপরে এসে পড়তে চায়। ছেলেটা দেখতে একটু হাবাগোবা টাইপের। খুব নিম্নসরে উত্তর দিল ঝাকির কারনে ঠিকমত বসা যাচ্ছেনা । মাইয়া যে কি পার্টটা লইলো। মনে মনে ভাবি আমরা জানি "অতিভক্তি চোরের লক্ষন"
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯
যদু মাষ্টার বলেছেন: হুম। ধন্যবাদ ভাই...
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা সত্য। অপমান করলে অপমানিত হতেই হয়।