![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)
দাঁত দিয়ে নখ কাটছি না,
অযথাই পা নাড়াচ্ছি না,
না বুঝেই ভাব মারছি না;
বিশ্বাস করো...করছি না।
বারোটা এক, চেয়ে দেখ, জানালা খোলা
তার চোখে জল, দৃষ্টি ঘোলা;
আজ শুধু এটুকুই বলার, শুভ জন্মদিন তোমার...
যদি শহরটা থাকতো আধারে,
আকাশটা ঢেকে যেতো কালো মেঘে।
তবুও ঠিকই...
যদিও থাকতো কেউ জেগে,
তখন ও বাড়িতে..তবুও ঠিকই...তবুও ঠিকই;
তবুও ঠিকই আসতাম এখানে;
দেখতে তোমাকে আর বলতাম...
"বারোটা এক, চেয়ে দেখ, জানালা খোলা
তার চোখে জল, দৃষ্টি ঘোলা;
আজ শুধু এটুকুই বলার, শুভ জন্মদিন তোমার..."
একগুচ্ছ গোলাপ মুঠোতে,
বয়স যতো হলো গোলাপ ততোটাই আছে;
আজ জানতে চাই তোমার কাছে..
যেদিন আর গোলাপ আটবে না দু'হাতে,
সেইদিনও থাকবে কি তুমি এখানে?
জানালা খুলে ভেজা চোখে,
বলবো একই সুরে..
বারোটা এক, চেয়ে দেখ, জানালা খোলা
তার চোখে জল, দৃষ্টি ঘোলা;
আজ শুধু এটুকুই বলার, শুভ জন্মদিন তোমার... ♥ ♥ :> :>
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
দিকশুন্য বলেছেন: topu vaiyer song
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
নীলঞ্জন বলেছেন: ভালোলাগা।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
ম.র.নি বলেছেন: এ পর্যন্ত সামুতে যত আবজাব কবিতা পড়েছি তার মধ্যে আপনারটাই সেরা।'ক্লিক' করছে।
বারোটা এক, চেয়ে দেখ, জানালা খোলা
তার চোখে জল, দৃষ্টি ঘোলা
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
ওহ বলেছেন: এটা কবিতা না। তপু ভাই এর গান
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
দেবদাস. বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
বন্দি বলেছেন: বেশ !
সরেশ!