নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাশফুলের কাব্য

হাজার সাদার মাঝে আমি অসাধারণ.............।

ওহ

সত্য বড় কঠিন জিনিস!!..... শুনতে একটু তিতা লাগলেও ফলটা খারাপ না! :)

ওহ › বিস্তারিত পোস্টঃ

X(( X(( অপ্রিয় লাগলেও সত্য X(( X((

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

মিস্টার মহিউদ্দিন_হানিফকে দেখলাম চিৎকার করতে । বলছে কিনা পাড়ামহল্লায় কমিটি করে জামায়াত-শিবিরকে ধরিয়ে দিতে । মখা তো আরও একধাপ এগিয়ে বলল এটা নাকি আইনেও আছে ।



তা বলছি কি মিস্টার, আপনারা তো পাড়ামহল্লায় কমিটি করার ডাক দিয়েছেন । কিন্তু জানান কি জামায়াত-শিবির ঘরে ঘরে কমিটি তৈরি করে রাখছে ?

একটু খোঁজ নিয়ে দেখবেন কি আপনার পরিবারের কজন জামায়াত-শিবির করে ? আর যারা জামায়াত-শিবির করে না, তাদের কয়জন আপনাকে ঘৃণা করে আর কয়জন জামায়াত-শিবিরকে ?



বেশি চালবাজি কইরেন না । কথার তীর ছুটাইয়েন না । জামায়াত-শিবির কিন্তু এখনো আওয়ামিলিগ-যুবলীগ-(অ)ছাত্র-শ্রমিকলীগ কারো দিকে তীর ছুঁড়ে নি । যদি ছুঁড়তে বাধ্য করেন তাহলে মনে রাখবেন ১:১০ তারা প্রস্তুত থাকে সব সময় ।

জামায়াত-শিবিরকে তাদের রাজনৈতিক অফিসে বসতে দেন না । রাস্তায় বক্তব্য দিতে দেন না । মিছিল মানবন্ধন কিছুই করতে দেন না । হাজার হাজার নেতাকর্মী জেলে নির্যাতন নিপীড়নের স্বীকার লাখের উপর । তাও তো তারা ধৈর্য দেখিয়ে চলছে । আগ বাড়িয়ে থাবা বসায় নি ।তাও যদি সহ্য না হয়, তাহলে বলছি ধৈর্যকে দুর্বলতা ভেবে ভুল করছেন । বাড়াবাড়ির পরিণতি ভাল হয় না ।



আমার কথা শুনে যদি কারো বদ হজম হয়, তাহলে কাইন্ডলি একটাকা দিয়া একটা প্রাণ হজম ক্যান্ডি কিন্না খাইয়েন।। B:-/

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ছন্নছাড়া মন বলেছেন: নিক্টা বানানোর সময় কুন ব্যাদনা আল্গা হৈছিল আপ্নার? দেখি কাল্কে আপনারা হরতাল্দিয়া কার কয়ডা বালছিড়তে পারেন। /:)

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

ওহ বলেছেন: আপনার ম্যাবি বদহজম হয়েছে, একটা প্রাণ হজম ক্যান্ডি কিন্না খাইয়েন।।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

সংকেত মাহমুদ বলেছেন: জামায়াত-শিবিররের বর্তমান রাজনৈতিক কর্মকান্ড কি ইসলামী আদর্শকে ঘিরে নাকি গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে ?? ৭১ এ ২ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করসে যে রাজাকার বাহিনী, সেই রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারের পক্ষ নিয়ে এভাবে পোষ্ট দিতে আপনাদের শরম লাগে না ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

ওহ বলেছেন: উচিৎ কথা বলতে শরম লাগবে কেন? শিবিরের কেউ চাপাতি নিয়ে কাউকে মারছে কিম্বা কোনো মা বোনকে ধর্ষন করেছে বলে কি কখনো শুনেছেন? প্রমান থাকলে দেখান।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

সংকেত মাহমুদ বলেছেন: ইসলামের ইতিহাসে খেলাফত কায়েমকারী কাউরে কখনো দেখছেন মিথ্যাচারের চর্চা করতে ??

জামাত-শিবির হল ইসলামের প্রকৃত শত্রু, যারা মুখে খেলাফত কায়েমের কথা কয় আবার মিথ্যাচারের চর্চাও করে ।যেমনঃআদালতে কাদের মোল্লার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ঘটনাস্হল ঢাকার মিরপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ।অথচ এ প্রসঙ্গে আদালতে কাদের মোল্লার পক্ষের সাক্ষী হাফেজ এ আই এম লোকমান আদালতে মিথ্যা জবানবন্দী দিয়ে বলেছেঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন। হানাদার বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন সম্পর্কই ছিল না !!!!!!! দৈনিক সংগ্রামও কাদের মোল্লার পক্ষের ঐ সাক্ষীর এই মিথ্যা জবানবন্দীটি রিপোর্ট ফলাও করে নিখছে কাদের মোল্লার পক্ষের সাক্ষী লোকমান যে আদালতে মিথ্যা জবানবন্দী দিয়েছে তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনী সেনাপতি ঘাতক নিয়াজীর সঙ্গে
৭১ এ ২ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করসে যে রাজাকার বাহিনী, সেই রাজাকার বাহিনীর লিডার গোলাম আজম গং দের কৃতকর্মের কথা মনে করলেই স্পষ্ট হয়ে যায় জামাত- শিবির একটা ধর্ম বেচে খাওয়া মিথ্যাচারের চর্চা করা একটা দল ।মুখে ইসলাম কায়েমের কথা কয় আবার আদালতে মিথ্যাচারও করে ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

ওহ বলেছেন: যেই দেশে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলা হয় সেই দেশে এই সব কিছুই না।

তাছাড়া এখানে '৭১ সাল্ কে টেনে এনেছেন কেন? আমি বর্তমান প্রেক্ষাপট এর কথা বলেছি।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

সংকেত মাহমুদ বলেছেন: বলেছেন: রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে।রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।।হানাদার বাহিনী আর তার এদেশীয় দোষরেরা শুধু রণক্ষেত্রেই তাদের সশস্ত্র তৎপরতা সীমিত রাখেনি। তারা নির্বিচারে যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন নিরীহ, নিরপরাধ নিরস্ত্র বেসামরিক নারী-পুরুষ ও শিশু হত্যা করেছে। ধৃত জামাত নেতারা ৭১ এ গণহত্যাকারী রাজাকার বাহিনীর লিডার রূপে কাজ করেছে ,যে রাজাকার বাহিনীর কাজেই ছিল বাঙালীর উপর নির্বিচারে গনহত্যা চালানো , বাঙালী মা বোনের ইজ্জত লুন্ঠন করা আর হানাদার বাহিনীর অপারেশনে সাহায্য করা ।রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।

বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( সঙ্গে
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ


[sbরাজাকারদের সংখ্যা বৃদ্ধি করার জন্য পাক সরকারের কাছে গোলাম আজমের অনুরোধঃ

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

ওহ বলেছেন: এখানে '৭১ সাল্ কে টেনে এনেছেন কেন? আমি বর্তমান প্রেক্ষাপট এর কথা বলেছি।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

সান্টু বলেছেন: লেখাটা যেভাবে হয়েছে যেন কাজও সেইভাবে হয়।
আবার আমরা রাজাকার কিনা!

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

ওহ বলেছেন: /:) /:)

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

সংকেত মাহমুদ বলেছেন: জামায়াত-শিবিররের বর্তমান রাজনৈতিক কর্মকান্ড কি ইসলামী আদর্শকে ঘিরে নাকি গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে ??

জামায়াত-শিবিরের বর্তমান রাজনৈতিক কর্মকান্ড ইসলামী আদর্শকে ঘিরে হইতো আর তাতে যদি সরকার বাধা দিত তাহলে অবশ্যই স্বাধীন বাংলার সাধারণ মানুষ জামায়াত-শিবিরের পক্ষে থাকতো ।কিন্তু জামায়াত-শিবিররের বর্তমান রাজনৈতিক কর্মকান্ড তো গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে চালানো হচ্ছে । গনহত্যাকারী রাজাকার বাহিনী লিডারদের বিচার ভন্ডুল করার চেষ্টা শুধু আ'লীগ কেনো, মু্ক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারন জনতা কেউ মানবে না ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সংকেত মাহমুদ বলেছেন: => জামাত-শিবির কি গজারীর লাঠি হাতে নিয়া শান্তি পূর্ণ মিছিল করতে বাইর হইছিলো ?

=> পুলিশ মেরে শক্তি দেখিয়ে কি প্রমান করতে চায় ?

=> ছাত্রলীগ কোপা কুপি করলে দোষ হয় (দোষের কাজ করলে তো বলবেই) আর এই জানোয়ার গুলি রাজাকার বাহিনীর লিডার গোলাম আজম গংদের বাচাতে কি বিপ্লবী কাম করতাছে ?

=> আচমকা পথচারী আর নিরীহ জনগনের উপর আর যান বাহনের উপর হামলা করে জামাত-শিবির কি বোঝাচ্ছে , আম জনতা থেকে জামাত-শিবির নামক পশুরা বিচ্ছিন্ন, তাইতো ?

=> আচমকা পথচারী আর নিরীহ জনগনের উপর আর যান বাহনের উপর হামলা করে জামাত-শিবির কি বোঝাচ্ছে , আম-জনতা হইলো জামাত-শিবিরের শত্রু , এই কারনেই কি নিরীহ জনগনের উপর আর পাবলিকের যান বাহনের উপর হামলা ??

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সংকেত মাহমুদ বলেছেন: স্বাধীন শোয়েব বলেছেন: জামায়াত যেহেতু বৈধ রাজনৈতিক দল তাদের নিয়মতান্ত্রীক আন্দোলন করারও তাদের অধিকার রয়েছে।
কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারের বিচার ভন্ডুল করতে রাজপথ কাপানোটা সেই অধিকারের কোন স্বদব্যবহার ।এখন যদি বিশ্বজিৎ হত্যাকারী ছাত্রলীগের ক্যাডার কারাগারে আটক নাহিদের বিচার ভন্ডুল করতে যদি কোন গোষ্ঠী রাজপথে ত্রাস সৃষ্টি করে, তবে সেটা কি গ্রহনযোগ্য হবে ??অবশ্যই নয় ।বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে স্বাধীন বাংলাদেশের জন্মগ্রহনকারী সন্তান শিবির রাজপথে নামে কোন আক্কেলে ?? কোন আক্কেলে ??

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: "তাছাড়া এখানে '৭১ সাল্ কে টেনে এনেছেন কেন? আমি বর্তমান প্রেক্ষাপট এর কথা বলেছি।"

আপনার মতে ৭১ কে ভুলে যেতে হবে..। তাহলে তো আবার সেই পাকিস্তানকেই বুকে তুলে নিতে হবে

রাজাকার সাপোর্টার এখনো বাংলাদেশে আছে, ভাবলেও মুখে থুথু এসে যায়

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

বিপদেআছি বলেছেন: লেখক বলেছেন :কিন্তু জানান কি জামায়াত-শিবির ঘরে ঘরে কমিটি তৈরি করে রাখছে ?একটু খোঁজ নিয়ে দেখবেন কি আপনার পরিবারের কজন জামায়াত-শিবির করে ? :D :D :D
ঝামাতীরাতো দেখি জোকার হয়ে গেছে , তগো টাইম শেষ, পাবলিক আর বোকা নাইরে মফিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.