![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসত্য সমুদ্রের তীরে ও মহাসত্য লুকিয়ে থাকে। কিন্তু তার আর আত্নপ্রকাশ করা হয়ে ওঠে না বালু কনার নিচে পড়ে থাকে তার সমস্ত শক্তি।
.
নির্বিচারে পদদলিত হতে থাকে মিথ্যা অন্বেষীদের থেকে। সাগর নিম্নাঞ্চল থেকে যে মুক্তা সংগ্রহ করা হয় তা কিন্তু যেমন সবাই পারে না। যারা মুক্তাটা তুলতে পারে তারা বিত্তবান হয়ে যায়। এতে কি তাদের পরিশ্রম হয় না?? অবশ্যই হয়। জীবন বাজী রেখে তারা কাজ গুলো করে।
.
তেমনি মহাসত্যের দেখাও সবার ভাগ্যে জুটে না। কিছু দুঃসাহসি আছে যারা অন্যায়ের কাছে মাথা নত করে না তারাই কেবল পারে এই সত্যটাকে খুজে বের করে সবার সামনে তুলে ধরতে। এই কাজে আসে প্রচুর বাধা। কিছু মানুষ প্রান ও হারাই অপরাধিদের হাতে। কারন সত্যটা প্রকাশ হলে তাদের জীবন হয়ে যাবে ঝুকিপূর্ণ।
.
.
পথের কাঁটা রেখে কি লাভ??
সরিয়ে দেওয়াটাই শ্রেয় এজন্য তারা এই সুন্দর মনের মানুষগুলোকে যেভাবেই হোক পথ থেকে সরানোর সর্বাত্মক চেষ্টা করে। যেভাবেই হোক সত্যটা শেষ মেশ প্রকাশ হয়ে ই যায় কারন সত্য কখনও চাপা থাকে না। সহিংসতার জাল ছিড়ে দুঃসাহসিরা ঠিক ই তাদের গন্তব্যে পৌছায়। ছিন্ন ভিন্ন করে দেয় জুলুমের অধ্যায়। প্রতিটা যুগেই এমন একটা না একটা সত্যের দাস ঠিকই সমাজকে পহসনের হাত থেকে রক্ষা করেছেন।
.
.
অত্যাচারীরর মুখোশ খুলতে যুদ্ধে একজন কমান্ডার এর মত (যাস্ট উদাহরন) যেসব নির্দেশনা প্রয়োজন সে তার কোনটাই বাদ রাখে না আবার সাধারন সৈনিক এর মতই সে প্রান পনে লড়াই করে মিথ্যার সাথে আর সত্যের জয় ছিনিয়ে আনে । যখন সাধারন মানুষদের সামনে সে সত্যগুলো তুলে ধরে সাধারন মানুষদের কাছে সে হয়ে যায় একজন মহামানব।
.
.
ওই যে ঝিনুকের মুক্তাটা যেমন মুক্তা অন্বেষন কারীর কাছে পুরষ্কার ঠিক তেমনি সত্য অন্বেষণককারীর ও পুরষ্কার আছে। না এটা কোন টাকা - পয়সা, গাড়ি -বাড়ি, ধন-দৌলত না ছোট বড় সবার ভালবাসাটা ই তার কাছে এমন হয়ে যায় তখন যে সকল সম্পদ সম্পত্তি তার কাছে মুল্যহীন হয়ে পড়ে। সম্মানের শিখড়ে চড়ে সে সবার ভালবাসাতে শিক্ত হতে থাকে। এর থেকে বড় পুরষ্কার আর কি ই বা হতে পারে?
.
.
সত্য তো গাছের ফুলের কলি সকাল হলেই সে ফুটবে সবার মাঝে ছড়াবে তার সুবাস।দরকার শুধু প্রতিক্ষা আর প্রচেষ্টা। সত্যের জন্য সবাই ব্যাকুল সত্যের জয় তাই তো অবশ্যম্ভাবী।
©somewhere in net ltd.