নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে লিখি।

snigdho

বাস্তবতা নিয়ে লেখার চেষ্টা করি।

snigdho › বিস্তারিত পোস্টঃ

কবির কষ্ট

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩১

দুঃখের কবিতা লিখব বলে,
কলম নিলাম হাতে।
কেন বন্ধু করলে এমন,
তুমি আমার সাথে।
.
দেখিয়ে সুখের আশা,
বাঁধলে এ বুকে বাসা।
বললে তুমি কেমন করে,
সেই আমাকেই চাষা।
যার কারনে আজকে আমি,
হারা এ মুখের ভাষা।
.
লিখব এখন মনের সকল,
যে মনেতে তোমার দখল।
কষ্ট আর দুঃখের কথা,
কতটা যে দিলে তুমি,
এই মনেতে ব্যাথা।
.
নিস্তব্ধ রাতে তোমার সাথে,
হেঁটেছি দুজন কতই না,
হাত রেখে যে হাতে।
মুখের বোল না থাকলেও,
আজকে কবি তোমায় স্মরে,
শত দুঃখেও হাসে।
.
যে তুমি দিলে কথা,
বাঁধবে সুখে ঘর।
বুড়ো হলেও উঠবে তুমি,
করে আমাকে ভর ।
যাবেনা কভু আমায় ছেড়ে,
যদিও আসে ঝড়।
.
আজকে আমি হন্নে হয়ে,
খুজছি তোমায় হেথা।
যেই তুমি হবে শুধুই আমার,
কথা দিয়েছিলে যেথা।
এখন সেসব আঁকব খাতায়,
ফুটাবো তাহা সুখের ভাষায়,
লুকাই সকল দুঃখের মাথা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৪১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি সুন্দরই ছিল নীচের ফুট নোট টি না দিলে অনেক ভাল হতো বলে মনে হয়
যাহোক সেটা আপনার একান্ত নিজস্ব বিষয়।

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪২

snigdho বলেছেন: উপদেশের জন্য ধন্যবাদ ভাই। সামনে কথাটা মাথায় রাখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.