![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে
রাতের বেলায় বাইরে বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যায়, ব্যাপরটা গুরুত্বপূর্ন।
এখন আমার বাসার বাইরে আমি কয়েক ধরনের কান্নার শব্দ পাচ্ছি, সবচেয়ে পরিচিত কান্নার শব্দ পাচ্ছি মি. টমের (বিড়ালের), মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ আর কান্নার শব্দ কিউ কিউ। কয়েকদিন ধরে আমি বেশ রাত করে ঘুমাচ্ছি। একরাতের ঘটনা শেয়ার করি, গত পরশু রাতে আমি অদ্ভুত একটা শব্দ শুনতে পাই, শব্দটির পরিধি ছিল ব্যাপক, এমন একটি শব্দ যা রাতের মায়াজাল আরও ঘনিভূত করে। আমি আঁতকে উঠি, সারা শরীরে একটি হিমশীতল বাতাস বয়ে যায়। একই রকম শব্দ কিছুক্ষন পর আমি আবার শুনতে পাই, আমি নিজে নিজে ব্যাখা দাড় করানোর চেষ্টা করি, হয়তো এটা আমার অডিটরি হেনুসিনেশন। ইদানীং আরও একটা ভয় উদ্রেককারী ঘটনা ঘটছে যা আমার বেশী রাত পর্যন্ত জেগে থাকার একটা কারন হতে পারে। গ্রাম থেকে আসার পর থেকে কেন জানি নিজের ছায়াকে অপরিচিত মনে হচ্ছে, কেমন ভয় ভয় লাগে, এই কিছুক্ষন আগে মনে হচ্ছিল আমার বাম পাশে কেউ বসে আমার দিকে তাকিয়ে আছে। পাশ ফিরে দেখি, সেটা আমার নিজের ছায়া!
গ্রামে বেশ কয়েকদিন ছিলাম, জোৎস্না রাত ছিল, কুয়াশার আবছায়ায় একা একা রাস্তায় হেঁটেছি, তখন কি আমি অবেচতন মনে নিজের ছায়া দেখে ভয় পেয়েছিলাম? হয়তো তাই-
ভয় কাটানোর কি উপায়?
২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৭
অহেতুক অকারণ বলেছেন: আবারও ভয় পেয়েছি।।
২| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:০৯
সূর্য বলেছেন: আপনি মনোরোগ বিশেষজ্ঞ দেখান। সিজোফ্রেনিয়ার প্রথম পর্যায়ে এমন মতিভ্রম দেখা যায়।
২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৪
অহেতুক অকারণ বলেছেন: ধন্যবাদ সূর্য।।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩
অহেতুক অকারণ বলেছেন: সিজোফ্রেনিয়ার একদম প্রাথমিক পর্যায় এটা হতে পারে, তবে এটা নিজই সমাধানে আনা যায়, আমি নিজেই চেষ্টা করবো।।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:২৯
এখন ক্ষনিকের অতিথী বলেছেন: ভয় পাওয়া আনেক ভালো