![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে
তুমি এলে
অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে
অনেক কথা এলোমেলো মনে হলো
মনে আছে অনেক আগে
প্রশ্ন করেছিলে,
তুমি আপনি এসে নিজে
তবু তারই জবাব দিলে,
এলো রাতের শেষের চুপিসারে
যেন দিনের আলো................
তুমি এলে
অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
প্রেম যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার
অনেক কথা আছে......................
তোমার সময় থেকে কিছু সময়
আমায় দিও রে
ওগো প্রেম যে আমার আজকে হলো দিন।
হঠাৎ কখন আমার আঁধার
রাত্রি হয়ে গেছে,
আমি বুঝতে পারিনি যে
আমি বলতে জানি না যে,
আমার অনেক কাজের মাঝেই যেন
হঠাৎ ছুটি হলো..........................
তুমি এলে
অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে
অনেক কথা এলোমেলো মনে হল।।
তুমি এলে অনেক দিনের পরে
ছবি সংযুক্তির লিংক
২| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৪৬
নেমেসিস বলেছেন: কার ফটো??
এইটা কি আদতে গান এর পোস্ট । তাইলে গান কৈ ??
০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩০
অহেতুক অকারণ বলেছেন: গানের লিংক দিয়ে দিয়েছি।।
৩| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৪৬
মুকুল বলেছেন: নস্টালজিয়া
*****
৪| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব প্রিয় একটা গান........।
গানের লিন্ক দিলে ভালো হতো।
শুভেচ্ছা।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৩
অহেতুক অকারণ বলেছেন: ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা।
৫| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৫২
িদদারুল আলম বাননা বলেছেন:
চমৎকার হয়েছে
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৭
অহেতুক অকারণ বলেছেন: ধন্যবাদ।।
৬| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৫৫
মুক্ত ঝিনুক বলেছেন: ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৭| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৫৬
মুক্ত ঝিনুক বলেছেন: কেল্টু মুখ সাম্লে কথা বলেন!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৮
অহেতুক অকারণ বলেছেন:
কেল্টু-র কমেন্ট অপ্রাসঙ্গিক হওয়ায় মুছে ফেলা হলো।।
৮| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৫৬
নবজন্ম বলেছেন: কোবতে খান ভালা হইচে।
ফডুডা কার??????????????
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩৮
অহেতুক অকারণ বলেছেন: এটা কবিতা নয় গান।।
৯| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৫৯
নবজন্ম বলেছেন: মুক্ত ঝিনুক যা বলেছে তা যদি সত্য হয় তাইলে তরে মাইনাচ।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৯
অহেতুক অকারণ বলেছেন:
ভদ্র ভাবে কথা বলতে জানেন না নাকি?
১০| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:০০
মুক্ত ঝিনুক বলেছেন: ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
প্লিজ!!!!!!!!! এটা আমার কাকিমার ছবি!!!!
আপনি কোথায় পেলেন????????এই ছবি। লিঙ্ক দিন!!!!!!!!!! প্লিজ!!!!!
১১| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:০৪
মুক্ত ঝিনুক বলেছেন: ছবি সরান প্লিজ!!!!
আন্য ছবি দিন।
আমাকে লিঙ্ক দিন ছবির। কোথায় পেলেন এই ছবি!???
কোন রিপ্লাই নেই কেন?????
দারান কাকিমাকে ফোন করি!!!!!!
কপিরাইটের ঝামেলায় পরে যাবেন!!! কিন্তু!!!!!!!!!!!!
১২| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:০৪
নবজন্ম বলেছেন: অনুমতি ছাড়া ছবি দেওয়া অন্যায় ।
নাইলে তরে কিন্তু ব্যান করমু।
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবি সরান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৩| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:০৯
মুক্ত ঝিনুক বলেছেন: কি অদ্ভুত! কোন রিপ্লাই নেই!!!!!!
আরে, আন্য ছবি দিন। তাহলেই তো ঝামেলা মিটে যায়।
আরে, ছোবিটা কোথায় পেলেন?????
নাহলে মিন্তু আমি কতৃপক্ষকে নালিশ করবো!!!!!!!!!!!
১৪| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১০
মুক্ত ঝিনুক বলেছেন: এক জন বিবাহীত মহিলাকে নিয়ে মশকরা???
এটা তাকে আপমান ছারা কিছু না!!!!!!!
কতৃপক্ষকে বলছি । দারান!!!!!!!!!!
কাকিমা কেও জানাচ্ছি!!!
১৫| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:১৬
মুক্ত ঝিনুক বলেছেন: কতৃপক্ষকে অভিযোগ করেছি।
এইবার দেখুন ! কি হয়!!!!!!!!!
আমি আপনাকে আনেক বার ছবি সরাতে বলেছিলাম। কিনতু সোনেন নি।
১৬| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২০
অহেতুক অকারণ বলেছেন: বাপরে আরে এই ছবি দিয়ে দেখি মহা ঝামেলায় পড়লাম। আরে আপনার এই ছবি কাকিমার ছবি, যদি হয়ে থাকে তবে দুঃখিত। তবে আপনার অবশ্যই জানা উচিত কাকী মার ছবি কোন লিংকে ডাউনলোড করা যাচ্ছে।
লিংক দিয়ে দিচ্ছি অপেক্ষা করুন।।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৫
অহেতুক অকারণ বলেছেন: আপনি অভিযোগ করুন..........।
১৭| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২১
মুক্ত ঝিনুক বলেছেন: হ্যা! তারাতার দিন!!!!!!!!!!!!!!!!!!!!
১৮| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৪
অহেতুক অকারণ বলেছেন: আগে এটা যে আপনার কাকীমার ছবি তার প্রমান দিন।।
১৯| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৪
মুক্ত ঝিনুক বলেছেন: আপ্নি ভুল সিকার করেছেন, তাহলে আমার আর রাগ নেই!!!
কিন্তু লিঙ্কটা দিন। আমি কাকীমাকে দিয়ে দেব। তারপর সে লিঙ্কটি ভাজা করে খাবে নাকি রেখে দেবে আমার কাকু এবং কাকীমা বুঝবে!
আমার ডীউটি শেষ!!!!!!
থ্যাংস!!!!!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৮
অহেতুক অকারণ বলেছেন: উহু! আপনাকে যা বলেছি, আপনি প্রমান দেবার চেষ্টা করুন। আপনি কিভাবে সিওর হলেন, জানান।।
আর আমি আপনার কাকীমা কে চিনতেও পারি।।
আমি আপনার কাকীমার পরিচিত হতেও পারি।।
এটা বোঝা উচিত।।
২০| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:২৬
মুক্ত ঝিনুক বলেছেন: আমি প্রমান দিতে পারবো না। আমার কাছে তার কোন ছিবি এই মুহুতে নেই।
আপনি লিঙ্ক দিন। আমি কাকিমা কে দিয়ে দেবো। তারপর সে বুঝবে।
আমার কাতে কোণ ইন্টারেস্ট নেই!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩২
অহেতুক অকারণ বলেছেন: আপনার কাকীমা উনি কিনা সেটার কোন প্রমান নেই, তবে উনি আমার পরিচিতা।।
আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি আপনাকে লিংক দিতে পারছি না। আপনি নিজেই সংগ্রহ করে নিন।
তবে আপনাকে বলি, এটা একটা শোভাযাত্রা থেকে সংগ্রহীত।।
২১| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩০
রিজভী বলেছেন: গানের কথার জন্য +
০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩১
অহেতুক অকারণ বলেছেন: ধন্যবাদ রিজভী ভাই।।
২২| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩০
মুক্ত ঝিনুক বলেছেন: আপনি লিখ দেবে কি না?????
বলুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩৭
অহেতুক অকারণ বলেছেন:
এভাবে বললে হবে না, অনুরোধ করলে দিতে পারি।।
২৩| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩৪
মুক্ত ঝিনুক বলেছেন: কতৃপক্ষ কি করে দেখি!!!!!!!!!!!!!!
২৪| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩৫
মুক্ত ঝিনুক বলেছেন: সে আপনার পরিচিতা হোক বা যেই হক আমার তাতে কোন আপত্তি নেই। কিন্তু আপনি কি তার আনুমতি নিয়েছেন?????????????
????
২৫| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৩৯
মুক্ত ঝিনুক বলেছেন: কতৃপক্ষ কি করে দেখি!!!!!!!!!!!!!!
২৬| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪০
অহেতুক অকারণ বলেছেন: আপনার যদি মনে হয়, তিনি এই পোষ্টের জন্য অসম্মানিত হয়েছেন। তবে কতৃপক্ষকে জানান, আমার কোন অসুবিধা নেই।।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৩
অহেতুক অকারণ বলেছেন: This picture is taken at the Statesman vintage car rally, 2008 in kolkata, India. The vintage cars were participating in the rally and the owners and their family members were dressed elegantly. There was prize for stylish costumes also!
২৭| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৫
চিকনমিয়া বলেছেন: কগু/মুক্ত ঝিনুক তুই আবার শুরু করছস?
অপ যা
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৪
অহেতুক অকারণ বলেছেন:
চিকনমিয়া, ধন্যবাদ।
অন্তত একজনকে সাথে পাওয়া গেছে।।
২৮| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৬
অহেতুক অকারণ বলেছেন:
উত্তর পেয়েছেন।।
আপনার কথায় আমি লিংক দিতে ইচ্ছুক নই।।
২৯| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৪৯
মুক্ত ঝিনুক বলেছেন: তো কি হয়েছে??????????????????????????
তো কি হয়েছে??????????????????????????
তো কি হয়েছে??????????????????????????
তো কি হয়েছে??????????????????????????
তো কি হয়েছে??????????????????????????
তো কি হয়েছে??????????????????????????
তো কি হয়েছে??????????????????????????
তো কি হয়েছে??????????????????????????
সয়তানির সীমা থাকা উচিত। আপনি ছবি চুড়ি করেছেন আর আমাকে ঊল্টো পালটা বলেচন??????????????
আপনি ছবি সরান। নাহলে কিন্তু থানা পুলিশ হবে বলেদিলাম.................................
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫০
অহেতুক অকারণ বলেছেন: হা হা হা হা!!
৩০| ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৩
চিকনমিয়া বলেছেন: কগুরে ইগনোর করা বুদ্ধিমানের কাম
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৯:৫৫
অহেতুক অকারণ বলেছেন:
বদ কাহিনী ঘটতেছে!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩১| ০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩৯
শেষ বিকেলের মেয়ে বলেছেন: আমার খুব প্রিয় একটা গান। ধন্যবাদ।
৩২| ০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৪৩
অহেতুক অকারণ বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
তবে গানটির শিল্পী-কে বুঝতে পারিনি।
অন্য কোন শিল্পী গানটি গেয়েছে কি?
৩৩| ০৫ ই মার্চ, ২০০৮ সকাল ৯:০৩
শেষ বিকেলের মেয়ে বলেছেন: আপনার দেয়া লিংকের গানটি কে গেয়েছে আমিও বুঝতে পারিনি। তবে আমি এ গানটি প্রথম শুনেছি হেমন্ত মুখোপাধ্যায় এর গলায়।
৩৪| ০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৪
অহেতুক অকারণ বলেছেন:
কর্তৃপক্ষের কারবারে আমি খুবই অবাক হইলাম।
প্রমাণ ছাড়া কেউ একজন বল্লেই হইলো, এটা আমার ইয়ে হন। আর তাতেই ছবি কাট যায়েগি।।
যাক কোন অসুবিধা নাই। আরেকটা ব্যাপার, ছবি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যদি ছবি অন্যকে ব্যবহার করতে দিতে আপত্তি থাকে তবে অনলাইনে তা দেবার দরকার কি, বুঝতে পারলাম না।
আমি আগেই বলেছি, ছবিটা একটা নামী সাইট থেকে সংগ্রহীত।
এখন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের জন্য ছবির লিংকটা সংযুক্ত করলাম।
দেখুন এবং যার ইচ্ছা হয় সংগ্রহ করুন।
৩৫| ০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৮
চিকনমিয়া বলেছেন: ঠিকাচে
ক.গু মিথ্থুক
০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৩
অহেতুক অকারণ বলেছেন:
সত্য কথায় চিড়া ভিজলে হয়!
৩৬| ০৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৬
কাঙাল মামা বলেছেন: চিকনমিয়া বলেছেন: ঠিকাচে
অহেতুক অকারণ দেহি কগুর কাকিমার প্রেমে..
৩৭| ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:১৪
অহেতুক অকারণ বলেছেন:
আরে মামা যে, ইগান কি তা কন?
আই কগুর কাকিমার প্রেমে প্ইড়লাম ক্যামনে?
৩৮| ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:২২
নেমেসিস বলেছেন: লাভ কি হৈলো । দুই জন তো সেইম ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
অহেতুক অকারণ বলেছেন: হ্যাতির কাকী মার ছবি অ্যাভেইলেভেল, মডেলার মনে হয়।।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩১
অহেতুক অকারণ বলেছেন: তবে প্রথম ছবিটার চেয়ে দ্বিতীয় ছবিটা বেশী চারমিং...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৮:৪৪
জেনারেল বলেছেন: ছবিডা তো মাশাল্লাহ!!