![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে
আমার নিজেকে বাংলাদেশী বলতে ভাল লাগে, অন্য কোন দেশের সংস্কৃতিতে আমার কোন আপত্তি নেই, কিন্তু আমি নিজের স্বকীয়তায় বিশ্বাসী।। সবচেয়ে বেশি দুঃখজনক হলো, আমরা গত ২০ বছরে খুব খারাপ ভাবে আমাদের জাতি হিসেবে নিজস্বতা হারিয়েছি।।
রাজনীতিতে বেশ কিছু প্রবলেম আমরা এখনো দেখছি, তার সবচেয়ে বড় কারনটা হলো, আমাদের তথাকথিত নেতারা কিন্তু By Born Leader নয়, তারা বাংলাদেশের রাজনীতিতে আপদকালিন সময়ে এসেছিলেন, সেই সময়ে নেতার শূন্যতা ছিল, এখনো সেটা পূরন হয়নি। লিডার কখনো জোর করে বানানো যায় না, তাই ডঃ ইমরানও কখনো নেতা হতে পারবেন না।
একটা বিষয়, কখনো যেন আমরা মনে না করি, অন্য কোন মতকে ছোট করে নিজের মতকে প্রতিষ্ঠা করা যায়। বরং অন্যের মত নিয়ে নতুন করে ভাবার অনেক জায়গা থাকে। গণতন্ত্রের মূল বিষয় টাই কিন্তু এটা।
আমাদের দেশের বিপুল জনশক্তি শিক্ষা থেকে বহুদূরে আছে, কেন আমাদের এত বাজেট থাকার পরেও শিক্ষার হার মাত্র ৪২%। সুশিক্ষার কথা বাদ-ই দিলাম। এত বিপুল জনশক্তি কিন্তু মৌলিক চাহিদা গুলোর জন্যই সারাদিন হিমসিম খায়, তাদের কিভাবে সামলানো যায় সেই বোধ অথবা নীতিবোধ কোনটাই আমাদের নাই। ভিন্ন ধর্মাবলম্বীর প্রতি রুঢ় আচরণ আমাদের উপমহাদেশের সামগ্রিক সমস্যা, এটা নিয়ে আমরা রাজনীতি করি বলেই সমস্যাটা তৈরি হয়।
কার্যকরণ ছাড়া কোন কিছুই ফলাফলে পরিণত হয় না।
একদিন অনেক কিছুই পরিবর্তন হবে, প্রয়োজন সময়ের..............!!!!
©somewhere in net ltd.