নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাতানো খেলা

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

অহেতুক অকারণ

জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে

অহেতুক অকারণ › বিস্তারিত পোস্টঃ

বিবেক চাই এমন করে সত্যিটা বলার ।।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

হাল জামানার রাজনীতি ভাই

করতাছি যে আমরা সবাই,

মুখে মুখে স্বদেশ প্রেমী

আসলে তা অন্তরে নাই,



এ মন হায় একবার দুইবার নেতা হইবার চায়,

শুনছি নাকি নেতারা সব মারছিডিস চালায়।।




ইলেকশনে দাড়াইবেন ভাই,

অন্যরকম যোগ্যতা চাই

টাকা পয়সা না থাকিলে,

হইয়া যাইবেন ডিসকোয়ালিফাই



দেশের সেবা করবো বলে

জনগণের ধোঁয়া তোলে,

প্রতারণাই করছি শুধু

জনস্বার্থ সব ভুলে যাই,



সংসদ এখন মাছের বাজার,

স্পীকারই এই কথা কয়

এক মিনিটে লক্ষ খরচ,

এক দিনেতে কয় কোটি হয়



হিসাব চায় এই জনগন নিজেরিই টাকার

গরীব দেশের বিলাসীতার এ কোন কারবার।।




বারিতেছে করের বোঝা

সারভিছ টাহ এমন কি পাই !!

আপা এমপি মন্ত্রী সাহেব

বিনা ট্যাকসে সব কিছু পায়,



গ্যাস বিদ্যুৎ বাসের ভাড়া

তাহার উপর বাড়িভাড়া,

দ্রব্যমুল্যের কষাঘাতে

জীবনচাকা চালানো দায়,



মাছে ভাতে এই বাঙালী,

ডালে ভাতেই কল্পনা তার

অপুষ্টিতে ভুগছে মানুষ,

হচ্ছে টাহ কি প্রশ্ন সবার



উপায় নাই এই দেশে তে বাঁচিয়া থাকার

তাড়াতাড়ি সুযোগ খুঁজি বিদেশে যাই বার।।




শেয়ার বাজার কেলেংকারী,

দুষ্ট লোকের পকেট ভারী

লক্ষ লক্ষ পুরুষ নারী,

আত্বঘাতীর প্রস্তুতি নেয়



কর্তা বাজার কু নাগরিক,

অসভ্যতা বিশেষনে

উপদেষ্টা মন্ত্রী শভা,

বলছে কিতা বুঝে শুনে



রোমে যখন আগুন জ্বলে

নিরু তখন বাঁশি বাজায়,

আমার দেশের নিরু দেখেন

নির্বিকারে দিব্বি ঘুমায়,



বিকার নাই এই প্রভুদের কোন বিকার নাই

মৃত্যু পথযাত্রী এরা ব্লাড ডোনেশন চায়।।




গনতন্ত্রের কথা বলি

গনতন্ত্র মাইন্না চলি,

ঘুনে ধরা সুশীল সমাজ

জনগনের বিপক্ষে যায়,



বুদ্ধি বিবেক চাকুরীত্ব চাই

স্বপ্নে চলার পথটা দেখাই,

ভুতের মতো পেছন হাঁটা

ব্ন্ধ করি আমরা সবাই,



গুনের কদর না জানিলে

কেমন গুনী জন্ম নেবে,

ডঃ ইউনুস এই দেশে আর

ভবিষৎতে কয়টা হবে,



বিবেক চাই

এমন করে সত্যিটা বলার,

নুরুল কবীর, আসীফ নজরুল,

আশরাফ উদ্দৌলার



মিছিল চাই

এই কাতারে এমনই লোকের,

উচিত কথা বলার মানুষ

আসবে কবে ঢেড়,



এমন দেশটি কোথাও খুঁজে পাবেনা গো তুমি

অনিয়ম ই নিয়ম মোদের এমন জন্মভূমি




সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি।।




এটা একটা গান যেটার লিংক শেয়ার করতে পারছি না।

বহুদিন পরে বাংলা লিখলাম, ভুলত্রুটি মার্জনীয়।।












মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.