নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ojana balok

ojana balok › বিস্তারিত পোস্টঃ

অটোরিকশা মিটারে না গেলে করণীয়

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

অটোরিকশা মিটারে না গেলে করণীয়
-------------------------------------------
অটোরিকশায় যাত্রী ভাড়া গড়ে ৬০ ভাগ বাড়িয়ে মিটার বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। তবুও আগের মতোই চুক্তিতে বা চালকের ইচ্ছায় চলছে সিএনজি অটোরিকশা। যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতেও রাজি হচ্ছে না।

এ ক্ষেত্রে আমাদের করণীয়-
১) অটোরিক্সার নাম্বারটি লিখে ফেলুন। সম্ভব হলে নাম্বার প্লেটসহ বাহনটির একটি ছবি তুলে রাখুন (পরবর্তীতে প্রমান হিসেবে প্রয়োজন হতে পারে)।

২) ফোন করুন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) হটলাইেন।
নম্বর- ৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪
অফিস চলাকালীন সময়ে ফোন করে যে কেউ অভিযোগ দিতে পারবেন। এক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার , ঘটনার বিবরণ ও অটোরিকশাটির নাম্বারটি জানিয়ে অভিযোগ গ্রহণকারীকে সহযোগিতা করতে হবে।

৩) অভিযোগের এক থেকে দুই সপ্তাহের মধ্যে বিআরটিএ চিঠি দিয়ে আপনাকে একটি নির্দিষ্ট দিন-ক্ষণে তাদের অফিসে (বিআরটিএ, এলেনবাড়ি, তেজগাঁও, পুরাতন বিমানবন্দর সড়ক,ঢাকা-১২১৫) এসে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। একই সময় অভিযুক্ত চালক ও অটোরিকশাটির মালিককেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হবে।

নাগরিকের সাহায্য ছাড়া প্রশাসনের একার পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়।

আমার ঢাকা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

আহলান বলেছেন: মাইনষের তো আর ফাউ সময়ের অভাব নাই ....

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ভাই, মনে কিছু না নিলে কয়েকটা কথা বলি।
১। চালক মিটারে যাবে না, আপনি ছবি তুললেন, নম্বর নিলেন।
২। ফোন দিলেন, কেউ ধরবে না। আপনি লাকি হলে ধরবে, আপনাকে এপয়েন্টমেন্ট দিবে। চিঠি পৌঁছতেও পারে, না পৌঁছার সম্ভাবনাই বেশি।
৩। এপয়েন্ট এর দিন আবারো বেটা চালক মিটারে গেল না। যাই হোক আপনি গেলেন, যেহেতু চালকের সঠিক ডেটাবেইজ নেই, মালিক-চালক স্ট্রেইট রেন্টাল রিলেশন নেই, তাই আপনি একাই সেখানে ঘণ্টার পর ঘন্টা বসে থাকবেন। সৌভাগ্যবান হলে বেটা আসবে কিন্তু দাবি করে বসবে সে মিটারেই গেসে, আপনাকে ঘুষ দিয়ে ফিরতে হবে। আপনি এবারো লাকি হলে আপনার এপয়েন্টমেন্ট তারা ফাইল বন্দি করবে। তারপর? তারপর?

তার আর কোন পর নেই!


এবার আসুন, একটা স্মার্ট মিটার, জিপিএস সহ বসান সিএঞ্জি তে, সে কোথায় কোথায় গেল তার সব ডেটা সার্ভারে চলে আসবে। পেমেন্টের জন্য একখান মেশিন ধরিয়ে দিন। দেশে পেমেন্ট গেটওয়ে নেই, থাকলে ভাল হোত, অনলাইন পেমেন্ট করা যেত। সমস্যা নেই আপনি অফলাইন পেমেন্ট করলেন, মেশিনের রিসিপ্ট নিলেন, সেটাও সার্ভারে জমা হোল। রিসিপ্ট না দিলে জি পি এস ডেটার সাথে মিল্বে না। এবার আসেন, কেউ অভিযোগ করলো, তাকে এপয়েন্টমেন্ট দেয়া লাগবে না, চিঠি দেয়ার বিষয় নেই। ২ সার্ভারের রেকর্ড বের করলেই বের হয়ে আসবে লোকটা চুরি করেছে। অনলাইন পে হলে সোর্সে পেনাল্টি এমাউন্ট ফিরে যাবে, নাইলে ফোনের মোবাইলে ফিরে যাবে।

দুর্নিতি রোধে সঠিক সিস্টেম ডিজাইন করুন, আমলাতান্ত্রিক জটিলতা নির্ভর সিস্টেম ঘুষ কে উতসাহিত করে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

ojana balok বলেছেন: এটা জেনে রাখা ভাল।মানুষ কখন কোথায় বিপদে পরে বলা যাইনা তো। সব সময়ই যে এটা করতে হবে এমন কোন কথা নেই।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: হুম

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

ভোরের সূর্য বলেছেন: ভাই এত কিছুর দরকার নাই। মিটারে না যেতে চাইলে কিংবা গন্তব্যে না যেতে চাইলে ঐ সিএনজি যেখানে যেতে চাইবে সেখানে যাবার কথা বলে উঠবেন এবং আপনার আশেপাশেই কিছুদূর গেলেই সার্জেন্ট পাবেন তার কাছে সিএনজি থামিয়ে আপনার সমস্যার কথা বলবেন। হয় আপনাকে ঐ সিএনজি ওয়ালে আপনার গন্তব্যে নিয়ে যাবে কিংবা খুব ঘাড় ত্যারা হলে কেস খাবে। কিন্তু কেস খাবার চেয়ে আপনাকে মিটারেই নিয়ে যাবে। এবং সার্জেন্ট আপনাকে সাহায্য করবে। একবার না একাধিকবার পরিক্ষিত। সার্জেন্ট আপনাকে সাহায্য করবে। আপনার ঐ সিস্টেমে অনেক সময় লাগবে। আমার কথা একবার মিলিয়ে নিয়েন। পুলিশ নিয়ে ভয় নাই। ওরা আপনাকে সাহায্য করবে।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: দেশে এসব হবে না... X((

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

ojana balok বলেছেন: ভাইয়া এখনও ভালো মানুষ আছে, না হলে এতো দিন সব কিছু শেষ হয়ে যেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.