নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

বজলুর বড় বোন আবার ফটিকদের বাড়ি

১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৮


ফটিক খাচ্ছে। দুপুরের খাবার বিকেলে। পাতে তুলে দিচ্ছে মা। হঠাৎ ঠক ঠক ঠক!!! করাঘাত। সেই সাথে ডাক। উচ্চ অথচ মসৃণ স্বরে ডাক, “কাকিমা! কাকিমা!!

বৈশিষ্ট্যমণ্ডিত কণ্ঠস্বর, অনেক দিন পরে শুনলেও চেনা যায়। দরজা খুলতে এগিয়ে যায় মা।

ইনি বজলু ভাইয়ের বড় বোন। নাম মমতাজ। এসেছেন ভোট চাইতে। উপজেলার ভোট। “কাকিমা আপনি জানেন না?! মৌলবি কাকু তো জানে। এইতো .... তারিখ ভোট। বজলু দাড়াইচে ভাইচ চেয়ারম্যানে। বোজেনতো এট্টা ভোটের কত দাম। যাবেন কিন্তু ভোট দিতে। যাবেনতো, বলেন............।

ফটিকের মা সলাজ হেসে, “আচ্চা ঠিকাচে”। এর পর চলে স্মৃতিচারণ। কাকিমাকে নিয়ে মমতাজের কত কত স্মৃতি! “ছোট বেলায় কাকিমা কত আদর করেছেন, কাকিমার কাছেইতো পড়ে থাকতো মমতাজ, কাকিমার কাছেইতো ছেপারা পড়া শিখেছে সে...... ইত্যাদি।

এবার যাবার পালা, যেতে যেতে মমতাজ আপা বলেন, “যেয়েন, সবাইরে নিয়ে যেয়েন কিন্তু। ছোট মানুষ (বজলু) এট্টু দাঁড়াইচে”।
বলার মত কিছু খুঁজে টুজে না পেয়েই মনে হয় ফটিকের মা বলে, “মমতাজ তো মেলা মোটা হইয় গেচ”।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

আকতার আর হোসাইন বলেছেন: গল্প নাকি সত্য?

১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:০১

আখ্যাত বলেছেন:
গল্পের মতই রোমাঞ্চকর।

২| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:০২

আখ্যাত বলেছেন: :
জানলাম, ধন্যবাদ

৩| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: !

১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:০২

আখ্যাত বলেছেন:
?

৪| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৩

আরোগ্য বলেছেন: “মমতাজ তো মেলা
মোটা হইয় গেচ”।


যথার্থ উত্তর হয়েছে।

৫| ২০ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৪

মা.হাসান বলেছেন: আখ্যাত ভাই, বড় সুন্দর ছবি দিয়েছেন, ছবি দেখই পোস্টে লাইক দিয়ে গেলাম। আল্লাহওয়ালা মানুষদের চেহারা দেখলেও ভালো লাগে। লেখাও মাশাআল্লাহ ভালো লেগেছে। বজলু বা ফটিককে নিয়ে রেগুলার সিরিজ লিখুন, ব্লগে এরকম জিনিসের আকাল আছে। শুভ কামনা রইলো।

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৮:১৮

আখ্যাত বলেছেন:
আপনার শুভ কামনা সফল হোক!
আপনার প্রতি কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.