![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার মাঝ পথে উনি আপনাকে থামান না ৷ বরং আপনি মুখ খুললেই উনি চুপ হয়ে যান৷ আপনি থামলে তবেই উনি শুরু করেন৷ ৷ আপনার প্রতিটি কথা মন দিয়ে শোনেন, গুরুত্ব দিয়ে শোনেন৷ উনি সম্ভবত আপনার—
বন্ধু৷ মূল্যবান বন্ধু৷
or, সিনিয়র৷ নিরহঙ্কার সিনিয়র৷
or, প্রতিপক্ষ৷ গণতান্ত্রিক প্রতিপক্ষ৷
আপনার কথার মাঝ পথেই উনি উচ্চতর কণ্ঠস্বরে কথা বলা শুরু করেন৷ উনি মোটে শুনতেই চান না, শুধুই শুনাতে চান৷ উনি আপনাকে মোটেও বলতে দেন না, শুধু বলেই যান৷ উনি সম্ভবত আপনার—
বন্ধু৷ গোমূর্খ বন্ধু৷
or,সিনিয়র৷ দাম্ভিক সিনিয়র৷
or, প্রতিপক্ষ৷ অগণতান্ত্রিক প্রতিপক্ষ৷
প্রতিপক্ষের লোকটির মাথা গরম করা মন্দ কথাটির জবাবে হৃদয় শীতল করা সুন্দর কথাটি বলতে হবে৷ এটি শ্রমসাধ্য কাজ, সন্দেহ নেই৷ তবে এই শ্রম পণ্ডশ্রম নয়৷ এই শ্রমের ফল খুবই মিষ্টি৷ জানের শত্রুটিও প্রাণের বন্ধু হবে একদিন৷ বানিয়ে বলছিনা, পৃথিবীর সেরা বইটিতে লেখা আছে৷
বিরোধী বন্ধুটিকে ভুল ধারণা ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করা যাবেনা৷ এ পথে ব্যর্থতা এবং ক্ষতি৷
বন্ধুটিকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করার চেষ্টা করতে হবে৷ এ পথে সফলতা এবং লাভ।
উদ্যেশ্য তর্কে জেতা হলে শব্দগুলো হয় ইটপাটকেলের মত অমসৃণ, কাকের স্বরের মত কর্কশ৷
আর উদ্যেশ্য শুধরে দেয়া, শুধরে যাওয়া হলে শব্দগুলো হয় মার্জিত, সুনিয়ন্ত্রিত, সু সিলেক্টেড৷
বিরোধী বন্ধুটির সাথে আরগুমেন্টের ভাষায় নয়, ডিসকাশনের ভাষায় কথা বলতে হবে৷ তিনি তর্কের ভাষায় বললেও আপনি যেন আলোচনার ভাষায় বলেন৷ কারণ, আপনার উদ্দেশ্যতো তাঁকে তর্কে হারানো কিংবা ভুল স্বীকারে বাধ্য করা নয়৷ আপনার উদ্দেশ্যতো সঠিক সিদ্ধান্তে পৌঁছা এবং পৌঁছতে সাহায্য করা৷
আমাদের দলে যোগ দিন
২| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর বিষয়ে লিখেছেন।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: যে কোনো বিষয় নিয়ে চুপ করে না থেকে আলোচনা করা ভালো।
২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:১১
আখ্যাত বলেছেন:
নুর ভাই ঠিক বলেছেন
আলোচনা করা ভালো
সঠিক সিদ্ধান্তে পৌঁছা এবং পৌঁছানোই মূল লক্ষ্য
৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর কথা, আমাদেরকে সংশোধনে সাহায্য করবে।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৯
তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ একটা বিষয় নিয়ে লিখেছেন, শুভেচ্ছা অবিরাম।
২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:১২
আখ্যাত বলেছেন:
আপনাকে বৈশাখী ভোরের শুভেচ্ছা
৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
কিশোর মাইনু বলেছেন: সুন্দর লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।
২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:১৩
আখ্যাত বলেছেন:
চির কিশোর,
আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩১
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।