![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
নদী ও নদী, জমে গেছে কি
তোমার বুকের জল?
তাই বুঝি তোমার, নেই দু’কুলে আর
ধ্বনি ছলাৎ ছল?
বাগ বাগিচা, ফুলের মাঝে
তুমি ছিলে মুখর।
দুনিয়াকে শুনিয়ে যেতে
যুগান্তরের খবর,
এইতো গতকাল।।
আজ
গোরের গভীর নিরবতা
তোমার বুকটা জুড়ে।
বয়ে যেতে চলতি পথের
বাধা তুচ্ছ করে,
এইতো গতকাল।।
বৃদ্ধ হয়ে কি, হারালে তুমি
দৃঢ় মনোবল?
ও প্রিয় নদী, কোথা সে তোমার
সবেগ চলাচল?
আজ
কাঁদাও, যদি তোমার কাছে
হেসে হেসে আসি।
কান্না নিয়ে আসলে কাছে
তুমি দিতে হাসি,
এইতো গতকাল।।
আজ
কাঁদছি বসে একা একা
হওনা তুমি সাথী।
আমার ব্যথা বিলাপ শুনে
হতে সমবেথী,
এইতো গতকাল।
আমাদের দলে যোগ দিন
২| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
৩| ১৬ ই মে, ২০১৯ রাত ১০:০১
আহমেদ জী এস বলেছেন: আখ্যাত,
নদী হারিয়ে গেছে, হারিয়ে গেছে তার বুকের জলও!
আতঙ্কিত হবার মতো একটি বিষয় নিয়ে লিখেছেন।
নদীদের এভাবে হারিয়ে যাওয়ার আতঙ্কজনক কাহিনী দেখতে পারেন এখানে -“এখানে এক নদী ছিলো”
১৭ ই মে, ২০১৯ সকাল ৯:১০
আখ্যাত বলেছেন:
ফারাক্কা খোদ ভারতের জন্যও এখন অভিসাপ
৪| ১৭ ই মে, ২০১৯ রাত ৩:৪১
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৫| ১৮ ই মে, ২০১৯ সকাল ৯:৩৭
আহমেদ জী এস বলেছেন: আখ্যাত,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
হুম, ভারতেও এখন ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার আওয়াজ উঠছে। তিন বছর আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফারাক্কা ভেঙে ফেলার প্রস্তাব করেছিলেন। মেধা পাটেকরের মতো অনেক সোস্যাল এ্যাক্টিভিষ্টরাও ফারাক্কা ভেঙে দেয়া ব্যাপারে সোচ্চার। সোচ্চার খোদ পষ্চিমবঙ্গ আর বিহারের সাধারণ মানুষেরাও।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর লিখেছেন।