নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

প্রতিদান

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৮


পতির দান



পতিভক্ত পত্নীর প্রতিদান




আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।


আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।


মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল-মালঞ্চ ধরি।
যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে সখি, তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কী যে আনি, সাজাই নিরন্তর
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
------- কবি জসীমু উদ্দীন

আমাদের দলে যোগ দিন

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: সামান্য ইলিশের সাথে রাজনীতি কেন জড়াচ্ছেন??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৬

আখ্যাত বলেছেন:
কবিরা অনেক সুন্দর কথা বলতে পারেন
কিন্তু সুন্দর সুন্দর কথা বাস্তবে করে দেখানোটা সহজ নয়
এই সব সুন্দর সুন্দর কথাকে বাস্তবায়ন করে দেখিয়েছে যুগ যুগ ধরে পূর্ব বাংলা

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪

নীল আকাশ বলেছেন: এতদিন ধরে যা চাহিবা মাত্র মুক্ত হস্তে দিয়ে এসেছে তার তুলনায় ইলিশ তো কিছুই না। দুধ ভাত!
পতি ভক্তি এখন সর্ব্বোচ্চ শৃংগে অবস্থান করছে। আসল জামাইও এত ভক্তি মরার আগে কোনদিন পায় নি।
কবিতাটা পরিচিত লাগছে। আপনার লেখা এটা?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৫

আখ্যাত বলেছেন: কবি জসীম উদ্দীনের কবিতা

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
পত্রিকা লিখেছে পুজা উপলক্ষে সুভেচ্ছা - ৫০০ টন ইলিশ যাচ্ছে ভারতে।

এ সংবাদ শোনা মাত্র শিবির-ছাগুকুলে - পতি ভক্তি .. আসল জামাই .. ইত্যাদি .. মহা কান্নাকাটি শুরু হয়ে গেছে।
আসলে মুল খবরটি হচ্ছে দেশের ৫ লাখ টন ইলিশ থেকে মাত্র ৫০০ টন ভারতে রপ্তানি অনুমতি দেয়া হয়েছে। পুজা উপলক্ষে। যে্টা ৭-৮ বছর বন্ধ ছিল।

অতচ বাংলাদেশ লাখ লাখ টন চিংড়ি, চাপাতা, ৫৬ পদের ঔসধ-ফার্মাসিটিক্যাল বিভিন্ন দেশে রপ্তানি করে যাচ্ছে তখন গা জ্বলে না।
কিন্তু ভারতীয় পিয়াজ চাবাইতে মজা লাগে!

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৮

আখ্যাত বলেছেন:
আপনার প্রতিক্রিয়াটি শক্তিশালী ছিল
কালবৈশাখী ঝড়ের মতই

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৬

পদ্মা_েমঘনা বলেছেন: @ হাসান কালবৈশাখী- ঠিক কইছেন বাই! হেতে আস্ত ছাগু! তয় আপনার মত কমিশনভোগী পেইড এজেন্টদের দায়িত্ব হল এদেরকে কমিশনের লোভ দেখিয়ে দালালীতে যুক্ত করা! ;)

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৩:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ইলিশের পরিবর্তেতো এখন পেঁয়াজ বন্ধ করে প্রতিদান দিলো ভারত। সাথে প্রতিদিন গরম শিরোনামে গরম বাঁশ দিচ্ছে প্রতিদান। আমাদের বেকুব গুলো সে বাঁশ নিয়ে ফের একুব সাজে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.