![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁচে থাকার মানে কি?
সুস্পষ্টভাবে কেউ কি বলতে পারেন। নাস্তিকদের অগ্রাধিকার এইখানে।
আসেন একটা ডিসকাশন বোর্ড হয়ে যাক। আপনার ভাষায় জীবনের মানে বলুন।..............
শুরু করলাম আমার এক পরিচিত কুমিল্লার আন্কেলের বানী দিয়ে,"জীবন হইলো যুইদ্ধ!!"
০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২২
অকপট পোলা বলেছেন: না, আমার বাড়ী কুমিল্লা না। উনি আমার জাস্ট পরিচিত।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২২
রুদ্রবীণা বলেছেন: ্বেচে থাকা মানে মরার জন্য অপেক্ষা করা।
০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২২
অকপট পোলা বলেছেন:
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২৪
নীল_পদ্ম বলেছেন: আমি ভাই ভবঘুরে, তবে জীবনের মানে খোঁজার চেষ্টা করছি।
০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২৯
অকপট পোলা বলেছেন: পাইলে জানাইতে ভুইলেননা !!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২৬
জাহাজী পোলা বলেছেন: হুম............
বেছে থাকা = পরের দিনটি দেখার জন বাচা , আশা বুকে নিয়ে আশা পরিপূর্ণ হয় কিনা তা দেখায় জন্য বাচা!
আমি এর বেশি কিছু জানি না!
০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৩৬
অকপট পোলা বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মতের জন্য!
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:০৫
দ্যা ডক্টর বলেছেন: আমার কাছে, জীবন মানে নিজের মত করে বাঁচার চেষ্টা করা।
০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১১
অকপট পোলা বলেছেন: নিজের মতই সবাই বাঁচে। এখন বাঁচাকে ডিফাইন করাটাই মূখ্য ব্যাপার।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:২৬
বাদ দেন বলেছেন: জাপানিতে কমু না ইংরেজীতে মানে কমু?
০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৩
অকপট পোলা বলেছেন: দরকার পড়লে হিব্রু বা ল্যাটিন ভাষায় কন! গুগল ট্রান্সলেট আছে না!
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৪৫
তানভীর হাসান অিন বলেছেন: এই ডা দেখেন
০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৭
অকপট পোলা বলেছেন: দেখলাম।ভালু! আপনার আমাতে মিল আছে তাইলে।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৫৯
নইম বলেছেন: নাস্তিক বলতে কিছু নাই। হিন্দু বৌদদ সবাই এক জনকে মানে।এই সব নিয়ে সময় কাটাতে কিছু লোকের ভাল লাগে।
০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:১১
অকপট পোলা বলেছেন: নাস্তিক আসলে কাউকেই মানে না। তারা আসলে পরজন্মে বা অপার্থিব কিছুতেই বিশ্বাসী না। তাই তাদের বেঁচে থাকার ভিন্ন একটা দৃষ্টিকোন আছে। খুব ইচ্ছা ছিলো তারা কেউ তাদের চিন্তা শেয়ার করুক।
এখানে তর্কের কোনো বিষয় ছিলো না।কিন্তু ওদের কেউ আসলো না।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৮
কাশিফ বলেছেন: আমার কাছে জীবন মানে মৃত্যুর জন্য অপেক্ষা করা।
বেচে থাকার ইচ্ছে আর নাইরে ভাই। তাই বলা যায় আমি হয়ত জীবনের অর্থ খুজে পাই নি।
ভালো থাকবেন।
০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৮
অকপট পোলা বলেছেন: আপনার ঐ পোস্টটায় আমি আগেই কমেন্ট করেছি। এই পৃথিবীতে এমন একক কোনো ব্যক্তি নাই যে না থাকলে দুনিয়া থেমে যাবে! আশা করি আপনাকে আবারও একটু বোঝাতে পারলাম।
আপনার যুক্তিটার কথা ধরলে পৃথীবির অর্ধেক মানুষকে (আমি সহ) হয়ত আজই আত্নহত্যা করতে হবে। পৃথীবিতে প্রায় সব মানুষেরই কিছু না কিছু না পাওয়া থাকে, কেউ হয়ত মনমতো জীবনসংগী পায় না, কেউ হয়ত মনমতো ক্যারিয়ার বা ধনসম্পদ পায় না। কিন্তু তাতে কি জীবন থেমে যায়??!!
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:১৫
জাহাজী পোলা বলেছেন: আপনের বাড়ি কি কুমিল্লা?