![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছেন সবাই আচ্ছা একটা মানুষ কখন বলে যে Why you waiting for? Just take me God take me???
ডায়লোগ গুলি দেখছিলাম আর শরীর টা থর থর করে কাপছিলো।
হলিউড এর গন্ডি পেরিয়ে যখন ভিনদেশী কোন মুভি দেখি সেই মুভি গুলো বরাবরই আমাকে মুগ্ধ করে।
আমাদের চারপাশের সুন্দর মনের মানুষ গুলির কারনে যেমন ধরণী স্বর্গে পরিনত হয়েছে, ঠিক তেমনি কিছু ভয়ংকর কুরুচি পূর্ন মানুষের জন্য তা পরিনত হয় নরক রুপে।
Aske(বড় ভাই) ক্রমাগতভাবে পরিবার দ্বারা যৌন নিপীড়ন এর স্বীকার হয় নির্যাতন এর পরিমাণ এতোটাই ভয়ংকর হয় যে, সে ভুলতে বসে যায় যে সে একজন পুরুষ আস্কি সব কিছু মুখ বুঝে সহ্য করে শুধু তার ছোট ভাই Bastian এর জন্য।
সে কোন ভাবেই তার ছোটভাইকে তার মতো পরিস্তিতির সামনাসামনি না করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়।
শুরু হয় ছোট ভাইকে রক্ষা করার মরণপণ চেষ্টা,
উত্তেজনা আর স্নায়ুবিক চাপ আপনাকে ভালো ভাবেই গ্রাস করবে। হয়তো আমার মতো মরিয়া হয়ে যাবেন মুভিটার শেষ দেখার জন্য।
পরিবারের কথা আর সম্মান এর কথা ভেবে মুখ বুঝে থাকে অনেক দিন, কিন্ত যখন ভয়ংকর থাবা টা তার ছোট ভাইটির দিকে আসছিলো তখন সে সিদ্বান্ত নেয় যে ভাই কে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে।
ভাই কে আগলিয়ে রাখবে মনের মধ্যে যেন কোন অশুভ ছায়া তাকে স্পর্শ করতে না পারে।
আস্কা কি পেরেছিলো এই নরক থেকে মুক্তি পেতে?? পেরেছিলো কি ছোট ভাইটা কে রক্ষা করতে???
মুভিটার শেষ ফ্রেম টা আমার অনেক দিন মনে থাকবে, যে কোন সময় ফ্রেমটা দেখলে অনায়েসে হয়তো বলে দিতে পারবো মুভিটার নাম।
গতকাল মুভি টা শেষ করতে করতে রাত ১টা.৩০ এর মতো বেজে গিয়েছিলো। সময় টা মন্দ কাটে নি একেবারে পুষিয়ে গিয়েছে মুভি দেখা টা। আশা করি আমার মতো ও আপনার মন প্রাণ কোন টাই আপনাকে নিস্তার দেবে না শেষ না দেখা পর্যন্ত।
যাই হোক অনেক ধন্যবাদ সবাইকে। থ্রীলিং প্রেমীরা আশা করবো মুভি টি মিসস করবেন না।
মুভির নাম- For My Brother (2014)
ডাওনলোড লিংক- http://uptobox.com/9ylbq3zasn0k
©somewhere in net ltd.