![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে বাঙ্গালী প্রমাণ করার জন্য এখন পান্তা ভাত খাইলাম। কি মিতা আন্টি এখন আমি কি বাঙ্গালী?
তই আপনাকে কিছু কথা কই- বাঙ্গালী কারে কই আপনি নিজেও তা জানেন না। আপনার হাসবেন্ডের লুঙ্গী বা ধুতি যত পিস আছে ( আমার মনে হয় এক পিসও নাই) তার থেকে মনে হয় বিলাতি সাহেবদের সার্ট আর প্যান্ট আছে।। আপনার পুলা-মাইয়া যদি থাকে তবে তাদের মুখ থেকে বাংলার বদলে ৬০% এর বেশি ইংলিশ ভিংলিশ বের হবে।
আর বাঙ্গালী শেখান? তাইলে বলি যে দাদু কপালে বিশাল তিলক দিয়ে সকাল বেলা পূজা করে উনিই বাঙ্গালী। যে দাদা ফজর বেলা মুখ-ভর্তি সাদা দাড়ি নিয়ে মসজিদে ছুটে যাই উনিই বাঙ্গালী। শুধু বাঙ্গালী না আপনার মত সংকীর্ণ মনা তথাকথিত শিল্পী সমাজ। যাদের মুখের বুলি ছোটে কিন্তু কাজের বেলায় ঠন ঠন। আপনাদের বাঙ্গালী পনা তো শুধু পহেলা বৈশাখেই সীমাবদ্ধ।
আর কিছু কথা কই নিজের জীবন থেকে। আমার বাড়ির পাশেই হিন্দু পারা। আমি বড়ই হয়েছি তাদের সাথে খেলে, ওরাও বড় হয়েছে আমাদের সাথে খেলে।
আমার একটা ফুলের বাগান ছিল যেখান থেকে ওই তিলক দেওয়া হিন্দু দাদু ফুল নিয়ে যেয়ে পূজা দিত। নিজ হাতে আমার জন্য পূজার প্রসাদ দিয়ে যেত। ঘুম থেকে উঠেই আমার খাবার ছিল ওই কলা, চিড়া, আর সন্দেশ। আর কই কোন হিন্দু তো আমাকে বলেনি মুসলমান ছেলের বাগানের ফুল দিয়ে পূজা হবে না।
একবার এমনও হয়েছে, কোরবানি ঈদে গরুর কেটে রাতে হিন্দু বাড়ি গিয়ে লক্ষ্মী পূজার চিড়া, খৈ, কলা খেয়েছি। আমাকে তো কেউ বলে নাই রাম, রাম, রাম.............................................
২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
ফালাক বলেছেন: মিতা হকে লাইম টাইটে এসে পরেছে। সারা জীবন ছাই পাশ গান করেও তার যা কামাই তা ঐ কথা বলার পরের অর্জনের তুলনায় কিছুই না।
৩| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩
নয়ামুখ বলেছেন: ঘোমটা দেয়ার কারণে যদি মিতা হকের কাছে বাঙালিত্ব হারাতে হয়, তবে শাড়ির নিচে ব্লাউজ আর পেটিকোট পরার পরও মিতা হকদের বাঙালিত্ব থাকে কি করে ।
নাকি মিতা হকরা পরেন বলে আজ কাল ব্লাউজ-পেটিকোট বাঙালিয়ানার অংশ হয়ে গেছে ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: মিতা হক কে দেশের ৭০% মানুষই চিনেনা !! আর তিনি এই সুযোগটাই কাজে লাগিয়েছেন বিতর্কিত কথা বলে । সে যদি ভালো ভালো কথা বলতো তাহলে হয় তো তাকে আমরা চিনতামনা । কিন্তু তিনি বিতর্কিত কথা বলার কারণেই শিরোনাম হয়েছেন । এখন দেশের ৯০ % মানুষই তাকে চিনে , নিজেকে পরিচিত করার জন্য এইটা ছিল তার একটা কৌশল !! ব্লগে কম করে হলেও ১০০ বেশি পোষ্ট হয়েছে তাকে নিয়ে এবং ফেইস বুকে কম করে হলেও কোটি স্ট্যাটাস লোড হয়েছে তাকে নিয়ে !! আমার মনে হয় তাকে নিয়ে এর আগে কেউ ব্লগে বা ফেইস বুকে পোষ্ট করেনি ! মিতা নুর নামে একজন অভিনেত্রী আছে এইটা জানতাম এবং তার নাটক ও দেখেছি , কিন্তু মিতা হক নামে কোন শিল্পী দেশে আছে এইটা আগে কোন দিনই জানি নাই । হয় তো টিভিতে দেখেছি নাম শুনিনাই । এখন তার এই কথার কারণে গুগলে সার্চ করে জানতে পারলাম তিনি একজন সংগীত শিল্পী ।
ফেইস বুকে আমার ফ্রেন্ড লিস্টের কেউ এই নাম আগে কখনই শুনেনি আমার মতন ! কিন্তু সবাই কম আর বেশি তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে এবং আমিও দিয়েছি ।
মিতা হক সারা জীবন গান করে যেই টুকু পরিচিতি পেয়েছে তার চাইতে হাজার গুন বেশি পরিচিতি পেলো এই কথা বলে ।
আর আমরাও ব্যাকার পাবলিক কোথাকার কোন মিতা হক এসে বাঙালী চিনায় !!! আর আমরাও তায় নিয়ে জ্বল গোলা করে যাচ্ছি ।