![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বহু যুবকে দেখেছি বাপের টাকায় দামি মোটর-সাইকেল কিনে প্রেমিকা নিয়ে ঘুরে বেড়াতে। এই সব যুবকের কাজ হচ্ছে একটু পর পর ব্রেক করা, এতে মনে হয় প্রেমিক-প্রেমিকা উভয়ই পুলকিত হয়।
বাহ !!! বাপের টাকায় বাইক "ভাল না? ভালতো"
এবার তাহলে কিছু কথা বলি, আপনি আপনার বাবার দিকে তাকান কত কষ্ট করে আজকে উনি আজ এই পর্যায়ে এসেছেন। এইবার আপনার দাদার দিকে তাকান কত কষ্ট করে রোধে পুড়ে কৃষিকাজ করে আপনার বাবাকে লেখা পড়া শিখিয়েছেন। আর এখন কৃষকের নাতি বললে আপনার গাঁয়ে কাঁদার গন্ধ লাগে তাই না?
একবার চিন্তা করেছেন আমাদের দেশের মাটি কত উর্বর? আজ দেশের মানুষ প্রায় ১৭ কোটি তারপরও খুব একটা খাদ্যাভাব নেই? আমাদের দেশের মাটিতে সোনা ফলে, যা কিনা পৃথিবীর খুব কম দেশে আছে। আমরা শিক্ষিত যুব সমাজ কি কৃষক হতে পারি না? বিজ্ঞান ও প্রযুক্তিকে কৃষি কাজে ব্যাবহার করতে পারি না? অবশ্যয় পারি, তবে এতে কিছু লোক লজ্জার ভয় আছে।
একবার আমি জমি চাষ করার উদ্যক নিলাম এতে কিছু মানুষ আমাকে বলে বসলো "লিখাপড়া শিকি লাঙল ঠেলবা?" আবার যখন মাছ চাষ করতে চাইলাম তখন তারা বলে বসলো "তোর বাপ তো অফিসার ছিল, আর তুই আসলি মালোগিরি করতি?"
তখন তাদের জবাবে আমি বললাম "আমার অফিসার বাপের বাপ কিন্তু চাষা ছিল"...........................
©somewhere in net ltd.