নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হুসাইন অলি

স্বপ্ন দেখি পরিবর্তনের

সাজ্জাদ হুসাইন অলি › বিস্তারিত পোস্টঃ

আমারা পুরুষ প্রজাতি আসলেই বড় অভাগা

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আমার মতে পুরুষ সাহিত্যিকরা অনেক বেশি রোম্যান্টিক, তারা যে সুন্দর করে একটা মেয়ের রূপ, সৌন্দর্য, মায়াবীকতা, মাদকতা বর্ণনা করতে পারে একজন মহিলা সাহিত্যিক মনে হয় পারে না।



যেমন নজরুল "চোখ" নিয়ে বলেছেন, " চাহনি বাঁকা, সুরমা আঁকা" জীবনানন্দ দাশ বলেছেন- "পাখির নীড়ের মত চোখ তুলে চাওয়া নাটোরের বনলতা সেন।"



নজরুল চুল নিয়ে বলেছেন- "আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহী মেরা ফাসগায়ী। বিনোদ বেনীর জরিন ফিতায় আন্ধা ইশক মেরা কাসগায়ী।"

জীবনানন্দ দাশ বলেছেন "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা"



মুখ নিয়ে বলেছেন "মুখ তার শ্রাবস্তীর কারুকার্য"



কেহ কেহ হাতের পায়ের বর্ণনা দিয়েছেন- "মেহদি রাঙ্গা হাতের কথা বলেছেন, নিটোল পায়ে নূপুরের রিনিঝিনি আওয়াজের কথা বলেছেন"



কেহ বা মায়াবী হাসির কথা বলেছেন।।





কিন্তু আজ পর্যন্ত কোন মহিলা সাহিত্যিক পুরুষের রূপের কথা বলেন নি, যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর ,কবি নির্মলেন্দু গুণের দাড়ি নিয়ে কেহ কিছুই বলল না, আমার যে হালকা, পাতলা, রেশমি, কোমল, ছোট দাড়ি আছে তা তো কেহ দেখলই না :(



কেহ মোছ নিয়ে কোন প্রশংসা করল না যেমন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী, রাজনৈতিক ব্যক্তিত্ব মেজর জেনারেল ইব্রাহিমের মোছ নিয়ে কেও কিছু বলল না :(



কেহ চুল নিয়ে প্রশংসা করলো না যেমন- নজরুলের ঝাঁকরা চুল, আমার মাথায় ছোট ছোট চুল। আবার কারো মাথায় চুল নাই।



আমারা পুরুষ প্রজাতি আসলেই বড় অভাগা :(

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপচুস!!!!!!! :( :(( B-) ;)

২| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

খেয়া ঘাট বলেছেন: আমারা পুরুষ প্রজাতি আসলেই বড় অভাগা B-) B-) B-) B-)

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

সাজ্জাদ হুসাইন অলি বলেছেন: হো রে ভাইডি, মেলা আপসুস :(( :(( :(( :( /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.